দেশব্যাপি বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল খুলনায় নিরুত্তাপ ভাবে চলছে। রোববার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে বেলা ১১টা পর্যন্ত মাঠে দেখা যায়নি বিএনপি’র কাউকে। তবে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে। এছাড়া দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে শান্তি সমাবেশ করতে দেখা গেছে।
সকাল থেকে শহরের সড়কগুলোতে ইজিবাইক রিক্সাসহ ছোট সবধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে ব্যক্তিগত গাড়ী তেমন দেখা যায়নি। যথা সময়ে ট্রেন ছেড়ে গেছে। নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল আন্ত: জেলা কয়েকটি বাস ছেড়ে গেলেও তাতে যাত্রী ছিলো খুবই কম। এছাড়া বেশিরভাগ বাসই বাসস্ট্যান্ডের ভিতরে অবস্থান করছে। বেলা ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীর কেডি ঘোষ রোডে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, হরতালে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। হরতালে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট করা যাবে না। যদি কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে প্রতিহত করা হবে।
এদিকে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবিতে করা হয়, হরতালের সমর্থনে নগরীতে যারা মিছিল ও পিকেটিং করেছে দলটি।
এ সময় টায়ারে আগুনের একটি ছবিও প্রকাশ করা হয়। তবে কোথায় মিছিল হয়েছে জানা যায়নি। পুলিশও বলেছে এ ধরনের কোন তথ্য তাদের কাছে নেই।
খুলনা গেজেট/এইচ/এনএম