খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

খুলনায় বিসিকের অর্ধবার্ষিক মূল্যায়ন সভা

 নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর খুলনা ও বরিশাল বিভাগের ১৬ জেলার কর্মকর্তাদের অর্ধবার্ষিক মূল্যায়ন সভা শুক্রবার (২৩ জুন) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান। ১৬ জেলার উন্নয়ন ও সম্প্রসারণমূলক কর্মকা-ের অগ্রগতি নিয়ে শুক্রবার নগরীর শিববাড়ি মোড়ে বিসিকের খুলনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

খুলনা আঞ্চলিক পরিচালক তাহেরা নাসরিণের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। সভায় বিশেষ অতিথি ছিলেন পরিচালক (দক্ষতা ও উন্নয়ন) কাজী মাহবুবুর রশীদ, মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফার এবং উপ-মহাব্যবস্থাপক ও লবন সেলের প্রধান সরোয়ার হোসেন। সভায় ১৬ জেলার প্রধানগণ এবং বিভিন্ন জেলায় অবস্থিত ১৪টি বিসিক নগরীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে সরকারের চলমান কর্মকা-কে বেগবান করা। বিসিক কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করলে; একই ভাবে অন্যান্য সকলে তাদের দায়িত্ব পালন করলে দেশ আপনা আপিন সামনের দিকে এগিয়ে যাবে। এতে করে সরকারের উদ্দেশ্য সফল হবে।

বিসিকের চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান বলেন, বিসিক নিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বিশেষ স্বপ্ন ছিলো। সেই স্বপ্ন নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তাই প্রতিটি জেলা পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশী দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সরকারের যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন রয়েছে আমাদেরও সেখানে অবদান রাখতে হবে। নতুন নতুন শিল্প নগরী প্রতিস্থাপনের পাশাপাশি নতুন নতুন শিল্পকারখানা তৈরী করতে হবে। এতে করে দেশের পণ্যের চাহিদা যেমন মিটাবে তেমন বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে।

পরে দিনব্যাপী বিগত সময়ের কার্য পর্যালোচনা এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিসিকের কর্মকা-কে আরও কিভাবে জনমুখী করা যায় সে বিষয়েও কর্মসূচি গ্রহণ করা হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!