খুলনা, বাংলাদেশ | ৩ কার্তিক, ১৪৩১ | ১৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  শিক্ষার্থী ইকরামুল হত্যা : কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে
  সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার গ্রেপ্তার

খুলনায় বিশ্ব পর্যটন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্য নিয়ে রবিবার খুলনাতে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন অনলাইন জুম অ্যাপের মাধ্যমে রবিবার দুপুরে আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় জানানো হয় খুলনাতে সুন্দরবনসহ অনেক ঐতিহাসিক স্থান ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যা বিশ্বব্যাপী পর্যটকদের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা সম্ভব। উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন এবং সুন্দরবনের ওপর চাপ কমাতে বনজীবীদের পর্যটনখাতে কর্মসংস্থান করতে পারলে খুলনার পর্যটন শিল্প বিকশিত হবে। আলোচনা সভার মাঝে পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। বক্তৃতা করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল-আল-মামুন, ট্যুর অপারেটর অব সুন্দরবন এর সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড প্রমুখ। সভায় দিবসটি বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!