কর্মসূচিতে অনুপস্থিত থাকায় খুলনা মহানগরীর খালিশপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ জাহিদুল ইসলাম এবং সদস্য সচিব হাবিবুর রহমান বিশ্বাসকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বুধবার মহানগর বিএনপির দেওয়া ওই নোটিশে ৩ দিনের মধ্যে দু’জনের কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে। অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আন্দোলন কর্মসূচিতে খালিশপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ জাহিদুল ইসলাম এবং সদস্য সচিব হাবিবুর রহমান বিশ্বাস দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। কোনো কারণ ছাড়া কর্মসূচিতে অনুপস্থিত থাকায় কেন তাদের দায়িত্ব থেকে অব্যাহতি এবং থানায় সমন্বয়কারী নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব কারণ দর্শানো নোটিশ দিয়েছেন।
এতে আরও জানানো হয়, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের অনুরোধ করা হয়েছে। অন্যথায় একতরফা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে একই কারণে ৬ উপজেলা বিএনপির আহ্বায়কসহ মোট ৮ জনকে গত ১১ ডিসেম্বর শোকজ করা হয়।
এ ছাড়া কর্মসূচিতে অনুপস্থিত থাকায় বুধবার খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং থানা আহ্বায়ক কমিটির সদস্য মো. জহুরুল হককে সকল পদ-পদবী থেকে বহিষ্কার করে জেলা বিএনপি।