খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

খুলনায় বিএনপির আরও ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বিএনপির আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে খুলনায় মোট ৮০ জনকে গ্রেপ্তার করা হলো।

বিএনপি নেতারা জানান, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত থেকে শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর ২৪নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কালু মোল্লা, বিএনপির শামীম আহসান, তারিক মোস্তফা, খালিশপুরের যুবদল নেতা নাজমুল হোসেন বাবু, মামুন হোসেন, কৃষকদল নেতা মো. সেলিম, দৌলতপুরের বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, আহাদুল হক টুটুল, আকরাম হোসেন, লবণচরা থানা যুবদল নেতা রেজাউল ইসলাম, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সোহাগ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদল নেতা মইনুল ইসলাম মইন, ২২নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মিন্টু কাজী ও ৩১নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরিদ হাসান গাজীসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জেলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিল্টন জানান, গত তিন দিনে খুলনা থেকে বিএনপির ৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবারের (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে বিফল করতেই পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।

তবে পুলিশ বলছে, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!