দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়।
নির্বাচনের তফসিল ঘোষণার পর চারদিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরপর প্রার্থী চূড়ান্ত করতে কয়েক দফা মনোনয়ন বোর্ডের বৈঠক হয়। পরে আজ দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
খুলনার ছয়টি আসনে মনোনয়ন পেলেন যারা :
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ননি গোপাল মন্ডল।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল।
খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে মো. রশিদুজ্জামান।
সাতক্ষীরা :
সাতক্ষীরা-১ ফিরোজ আহমেদ স্বপন।
সাতক্ষীরা-২ আসাদুজ্জামান বাবু।
সাতক্ষীরা-৩ আ.ফ.ম রুহুল হক।
সাতক্ষীরা-৪ এস এম আতাউল হক দোলন।
নড়াইল :
নড়াইল-১ বিরেন শিকদার।
নড়াইল-২ মাশরাফি বিন মর্তুজা।
মেহেরপুর :
মেহেরপুর-১ ফরহাদ হোসেন
মেহেরপুর-২ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক
কুষ্টিয়া :
কুষ্টিয়া-১ আঃ কাঃ মঃ সরওয়ার জাহান
কুষ্টিয়া-৩ মোঃ মাহবুবউল আলম হানিফ
কুষ্টিয়া-৪ সেলিম আলতাফ জর্জ
চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গা -১ সোলায়মান হক জোয়ার্দার (ছেলুন)
চুয়াডাঙ্গা-২ মোঃ আলী আজগার
ঝিনাইদহ :
ঝিনাইদহ-১ মোঃ আব্দুল হাই
ঝিনাইদহ-২ তাহজীব আলম সিদ্দিকী
ঝিনাইদহ-৩ মোঃ সালাহ উদ্দিন মিয়াজী
ঝিনাইদহ-৪ মোঃ আনোয়ারুল আজীম (আনার)
যশোর :
যশোর-১ শেখ আফিল উদ্দিন
যশোর-২ মোঃ তৌহিদুজজামান
যশোর-৩ কাজী নাবিল আহমেদ
যশোর-৪ এনামুল হক বাবুল
যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য
যশোর-৬ শাহীন চাকলাদার
মাগুরা :
মাগুরা-১ সাকিব আল হাসান
মাগুরা-২ শ্রী বীরেন শিকদার
বাগেরহাট :
বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন
বাগেরহাট-২ শেখ তন্ময়
বাগেরহাট-৩ হাবিবুন নাহার
বাগেরহাট-৪ এইচ, এম, বদিউজ্জামান সোহাগ