করোনা পরিস্থিতি সামলে আবারও মাঠ মুখী ক্রিকেটাররা। ছোট করে হলেও আবারও মুখরিত হয়ে উঠছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। ক্রিকেটারদের আগ্রহের প্রেক্ষিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত অনুশীলনের অনুমোদন দেয় বিসিবি। সেই অনুমোদনের পরে টানা দ্বিতীয় দিনের মতো সোমবার খুলনায় ক্রিকেটারদের অনুশীলন হয়েছে।
দ্বিতীয় দিন খুলনায় অনুশীলনে ছিলেন না উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সিডিউলে থাকা বাকি দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসান অনুশীলন করেছেন। তবে প্রথম দিনের মতো এদিনও ইনডোর ব্যবহারের সুযোগ পাননি দুই ক্রিকেটার। আবু নাসের স্টেডিয়াম কতৃপক্ষ বলছে বিসিবি থেকে এখনও ইনডোর ব্যবহারের নির্দেশনা তাদের কাছে আসেনি।
সোমবার সকাল সাড়ে ৯টায় আবু নাসের স্টেডিয়ামে আসেন অফ স্পিনার কাম ব্যাটসম্যান মেহেদী হাসান। এসেই প্রায় এক ঘন্টা রানিং করেন মাঠে। এরপরেই তিনি চলে যান জিমে। একই সময়ে মেহেদী হাসান মিরাজ প্রবেশ করেন মাঠে। তিনিও এক ঘন্টা ঘাম ঝড়ান মাঠে রানিংয়ে। পরে তিনি চলে যান জিমে। জিমেও দুজন ক্রিকেটার বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করেন ঘন্টা খানেক ধরে।
মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামে ইনডোর ব্যবহারের সুযোগ পেলেও খুলনায় সে সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। ক্রিকেটাররা ইনডোর ব্যবহারেরও সুযোগ চান। যদিও কোন ক্রিকেটার সরাসরি তেমন কিছু বলতে চাননি।
আবু নাসে স্টেডিয়ামের ভেন্যু ইনচার্জ মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, ইনডোর ব্যবহারের জন্য কোন নির্দেশনা এখনও আমরা বিসিবি থেকে পাইনি। তবে আমরা ইনডোর প্রস্তুত রেখেছি। বিসিবি থেকে নির্দেশনা এলেই ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।
কেন ইনডোর ব্যবহারের সুযোগ পাচ্ছেন না জানতে চাইলে বিসিবির গ্রাউন্ডস এ্যান্ড ফ্যাসিলিটিজ এর ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বলেন, আমরা আপাতত মিরপুরে ইনডোর ব্যবহারের অনুমোদন দিয়েছি। ক্রিকেটারদের স্বাস্থ্যবিধির সর্বোচ্চ কঠোর ব্যবহার আমাদের মানতে হচ্ছে। এ কারণে একটু সময় নিচ্ছি। খুলনাতেও শীঘ্রই ইনডোর ব্যবহারের জন্য উম্মুক্ত করে দেয়া হবে।
খুলনা গেজেট / এনআইআর