খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন র্যাব-৬ অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ, বিএসপি, পিএসসি।
বুধবার (৫ জানুয়ারি) রাতে খুলনা মহানগরীর রেলষ্টেশন এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র পেয়ে অসহায় দুঃস্থ লোকজন র্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এসময় র্যাব-৬ এর অধিনায়ক জানান, র্যাব জনস্বার্থে জনগণের সেবা করার জন্য সর্বদা নিয়োজিত থাকবে। প্রতি বছর অনেক গরীব অসহায় মানুষ শীতের কষ্ট সহ্য করতে না পেরে মারা যায়। নারী, শিশু ও বৃদ্ধ মানুষেরা শীতের সময় অনেক কষ্টে দিনাতিপাত করেন। তাদের এই কষ্ট কিছুটা লাঘবের জন্য র্যাব-৬ এর এটি একটি প্রয়াস মাত্র। র্যাব-৬ ভবিষ্যতেও এ ধরণের জনকল্যানমূলক কাজ অব্যাহত রাখবে।
খুলনা গেজেট/ এস আই