খুলনা সার্কিট হাউস ময়দানে শেখ তৈয়েবুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সার্কিট হাউস মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কেসিসি’র সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান (মনি)।
তৈয়েবা নাসরিন শম্পা ও আশিক ইকবাল এর অর্থায়নে টুর্নামেন্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এস আর ফারুক, মহানগর মহিলা দলের সভাপতি রেহেনা ঈশা। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শহীদুল ইসলাম, নূর আলম, জহিরুল ইসলাম জনি, মেহেদী হাসান লাভলু, এম জুবাইরুল ইসলাম, এম আজিজুর রহমান প্রমুখ।
খুলনা গেজেট/এএমআর