বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় নক্ষত্র মানব কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার খুলনার ৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
কেসিসির ১৮নং ওয়ার্ড কার্যালয়ে (বসুপাড়া কবরখানা মোড়) বিকেল ৩টায় এই ত্রাণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান মনি, বিশেষ অতিথি ছিলেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বিভাগীয় সমন্বয়কারী রকিবুল ইসলাম, ব্লাস্ট-এর আইনজীবী ফাতেমা খন্দকার রীমা, বন্ধুর বিভাগীয় মিডিয়া ফোরামের আহবায়ক খলিলুর রহমান সুমন, নাগরিক উদ্যোগের রহিদুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারি সমন্বয়কারী রিয়াজ মোর্শেদ।
নক্ষত্র মানব কল্যাণ সংস্থার সভাপতি পাখি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন সজল আহমেদ, আল আমিন শরীফ, জাহিদুর রহমান, ইসতিয়াক মোহাম্মদ, ইব্রাহীম খলিল, সাদিয়া প্রমূখ।
খুলনা গেজেট/ এস আই