খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

খুলনায় তাপদাহ, বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়াসহ বিভিন্ন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

বিশেষ প্রয়োজন ছাড়া প্রখর রোদে বাহিরে বের না হওয়াসহ বিভিন্ন নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে খুলনা জেলা প্রশাসক মো. ইয়াসির আরেফীন।

বুধবার (১৯ এপ্রিল) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যান্য জেলার ন্যায় খুলনা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বহমান রয়েছে। এ অবস্থায় সিভিল সার্জনের সাথে পরামর্শক্রমে খুলনা জেলাবাসীকে নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো :

বিশেষ প্রয়োজন ব্যতীত প্রখর রোদে বাইরে বের না হওয়া; বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে বের হলে ছাতা ব্যবহারের চেষ্টা করতে হবে।

পানি শূন্যতা পরিহার করতে প্রচুর পানি পান করতে হবে। রোজাদাররা ইফতারি এবং সেহরিতে প্রচুর পরিমাণ পানি পান করবেন।

ইফতারিতে ভাজা পোড়া খাবার যথাসম্ভব পরিহার করতে হবে।

ঠাণ্ডা পানি দিয়ে শরীর বার বার মুছতে হবে।

শ্বাসকষ্টের রোগী ও শিশুদের বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

পাখি বা বাদুড়ের খাওয়া কোন ফল এবং কাঁচা রস খাওয়া পরিহার করতে হবে।

বাস শ্রমিকসহ অন্যান্য শ্রমিকরা যেন বেশিক্ষণ তীব্র রৌদ্রে না থাকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

কৃষি সম্প্রসারণ এবং মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয় থেকে বিদ্যমান প্রতিকূল আবহাওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!