গত ৪ জুন রবিবার খুলনার বিভিন্ন পত্রিকায় “নগরীতে তবারকের ডেক লুট : বিএনপির নিন্দা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি নিজেরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ায় এখন মসজিদ মাদ্রাসায় গিয়ে রাজনীতি শুরু করেছে। তারা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে এ ধরনের ষড়যন্ত্রের জাল বোনার অপচেষ্টা করছে। আওয়ামী লীগ ধর্ম নিয়ে কখনও রাজনীতি করে না। সেকারনেই কেউ ধর্ম নিয়ে রাজনীতির নামে ষড়যন্ত্র করলে তাদেরকে দাতভাঙ্গা জবাব দেয়া হবে।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি প্রকৃত ঘটনাকে আড়াল করে বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যা বিবৃতি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। প্রকৃত ঘটনা হচ্ছে- খালিশপুরে বিএনপি তাবারক বিতরণের নামে মাদ্রাসায় ব্যানার টানিয়ে রাজনৈতিক বক্তৃতা দিতে গেলে স্থানীয় আওয়ামী লীগ বাধা প্রদান করেন। এ ধরনের মিথ্যা অপপ্রচার বিরত থাকার জন্য বিএনপি’র প্রতি আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, দৌলতপুর থানা আওয়ামী লীগ শেখ সৈয়দ আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খালিশপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, দৌলতপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বন্দ, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান।