দু’মাস বন্ধের পর আবারও খুলনায় সূলভমূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি প্রতিষ্ঠান টিসিবি। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে কার্যক্রম চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। প্রথমদিনে খুলনা জেলাসহ মহানগরীর ২০ হাজার ৩১২ জন ফ্যামেলী কার্ডের মাধ্যমে এ পণ্য কেনার সুযোগ পাবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবি খুলনা আঞ্চলিক প্রধান মোঃ রবিউল মোর্শেদ।
তিনি খুলনা গেজেটকে বলেন, কেন্দ্রের নির্দেশে এপ্রিল মাসের ২৩ তারিখ টিসিবির পণ্য বিক্রি বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানটি আবার বুধবার সুলভমূল্যে পণ্য বিক্রির প্রজ্ঞাপন জারি করে। এর আগে থেকে তিনি প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।
তিনি আরও বলেন, প্রথমদিনে খুলনা জেলাসহ মহানগরীতে ২০ হাজার ৩১২ জন কার্ডধারী এ পণ্য কিনতে পারবেন। এদিন খুলনা মহাগনরীর ১ থেকে ৪ টি ওয়ার্ডে ৮ হাজার সুবিধাভোগী মানুষ সুলভমূল্যে চিনি, ডাল ও তেল কিনতে পারবেন। তবে এবার নগরীতে ট্রাকসেল করা হবেনা। ডিলাদের নির্ধারিত পয়েন্টে দোকান থাকতে হবে। সেক্ষেত্রে যদি তাদের কোন দোকান না থাকে তাহলে কাউন্সিলরদের মাধ্যমে দোকনের ব্যবস্থা করতে হবে। কাউন্সিলর যদি দোকানের ব্যবস্থা করে দিতে না পারে সেক্ষেত্রে কাউন্সিলরকে ট্রাকের দায়িত্ব নিয়ে মাল বিক্রির ব্যবস্থা করতে হবে।
প্রতি দোকানে ৫০০ কেজি চিনি, এক হাজার কেজি ডাল ও এক হাজার লিটার তেল বরাদ্দ দেওয়া হয়েছে। ফ্যামেলী কার্ডের মাধমে একজন সদস্য এক কেজি চিনি ৫৫ টাকা, ২ কেজি ডাল ১৩০ টাকা ও দুই লিটার সয়াবিন তেল ১১০ টাকায় কিনতে পারবেন। শুক্রবার ব্যাতীত সপ্তাহের সবদিন পয়েন্টে পয়েন্টে বিকি করা হবে এ পণ্য তবে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আগামী ২৪ ও ২৫ জুন ট্রাক সেল বন্ধ রাখা হবে।
খুলনা গেজেট/ আ হ আ