দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু ২৮৯ আসনের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলেন যারা :
খুলনা
খুলনা-১ কাজী হাসানুর রশিদ।
খুলনা-২ গাউসুল আজম।
খুলনা-৩ আব্দুল্লাহ আল মামুন।
খুলনা-৪ মোঃ ফরহাদ আহমেদ।
খুলনা-৫ মোঃ শহীদ আলম।
খুলনা-৬ মোঃ শফিকুল ইসলাম মধু।
যশোর :
যশোর-১ মোঃ আক্তারুজ্জামান
যশোর-২ ফিরোজ শাহ
যশোর-৩ মোঃ মাহবুব আলম
যশোর-৪ মোঃজহুরুল হক
যশোর-৫ এম এ হালিম
যশোর-৬ জি এম হাসান
সাতক্ষীরা :
সাতক্ষীরা-১ সৈয়দ দিদার বখত
সাতক্ষীরা-২ মোঃ আশরাফুজ্জামান আশু
সাতক্ষীরা-৩ এ্যাড. মোঃ আলিফ হোসেন
সাতক্ষীরা-৪ মোঃ মাহবুবুর রহমান
বাগেরহাট :
বাগেরহাট-১ মোঃ কামরুজ্জামান
বাগেরহাট-২ হাজারা শহীদুল ইসলাম
বাগেরহাট-৩ মোঃ মনিরুজ্জামান মনি
বাগেরহাট-৪ সাজন কুমার মিস্ত্রী
নড়াইল :
নড়াইল-১ মিল্টন মোল্লা
নড়াইল-২ এ্যাড. খন্দকার ফায়কুজ্জামান ফিরোজ
মেহেরপুর :
মেহেরপুর-১ মোঃ আব্দুল হামিদ
মেহেরপুর-২ কেতাব আলী
কুষ্টিয়া :
কুষ্টিয়া-১ শাহরিয়ার জামিল জুয়েল
কুষ্টিয়া-২ শহীদুল ইসলাম ফারুকী
কুষ্টিয়া-৩ নাফিজ আহমেদ খান টিটু
কুষ্টিয়া-৪ মোঃ আয়ান উদ্দিন
চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গা-১ এ্যাড. সোহরাব হোসেন
চুয়াডাঙ্গা-২ মোঃ রবিউল ইসলাম
ঝিনাইদহ :
ঝিনাইদহ-১ মনিকা আলম
ঝিনাইদহ-২ মেজর (অব.) মাহফুজুর রহমান
ঝিনাইদহ-৩ মোঃ আব্দুর রহমান
ঝিনাইদহ-৪ এমদাদুল ইসলাম বাচ্চু
মাগুরা :
মাগুরা-১ মোঃ সিরাজুস সায়েফিন সাঈফ
মাগুরা-২ মোঃ মুরাদ আলী