খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নে বন্ধুর বিয়েতে গিয়ে পার্থ প্রতীম চক্রবর্তী নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মদপানের অভিযোগ উঠেছে। এতে ‘অতিরিক্ত মদপানে’ নবদ্বীপ হালদার নামের এক তরুণ মারা যান।
এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার কাজে লিপ্ত থাকায় পার্থ প্রতীম চক্রবর্তীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রলীগ। তিনি খুলনা জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক। জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, পাইকগাছা উপজেলার দক্ষিণ কাইনমুখী গ্রামের চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে অমিত মণ্ডলের সঙ্গে কেশবপুর উপজেলার চুয়োডাঙ্গা গ্রামের বিকাশ মল্লিকের মেয়ের গত শনিবার রাতে বিয়ে হয়েছে। বিয়ের বরযাত্রীতে যাওয়া অমিতের বন্ধু খড়িয়া গ্রামের নবদ্বীপ হালদার, সরল গ্রামের পার্থ প্রতীম চক্রবর্তী ও একই গ্রামের নব কুমার ব্যানার্জী দাওয়াত খেয়ে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ে। পাইকগাছায় পৌঁছানোর পর তাদের অবস্থা গুরুতর হওয়ায় রাতে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রোববার (২২ নভেম্বর) দুপুরে খুলনা নেওয়ার পথে নবদ্বীপ হালদার মারা যান। এ ছাড়া পার্থ ও নবকুমার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের রিপোর্টে অ্যালকোহল পানে তারা অসুস্থ হয়ে পড়েন বলে উল্লেখ রয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফি মুঠোফোনে খুলনা গেজেটকে বলেন, খবর পেয়ে পুলিশ ওই কিশোরের বাড়ি গিয়েছিল। তিনি জানান, অ্যালকোহল খাওয়ার পর সে অসুস্থ হয়ে পড়েছিল, এ কারণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে অভিযোগ না থাকায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদার মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে খুলনা গেজেটকে বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তিন দিনের মধ্যে জবাব চেয়ে শোকজ নোটিশ দেয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে জবাব না দিলে যে অভিযোগ উঠেছে তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট / এআর