খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত
  খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা
  সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে পুনর্নির্ধারণ

খুলনায় চ্যানেল টোয়েন্টি ফোরের ১০ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতি‌বেদক

চ্যানেল টোয়েন্টি ফোরের ১০ বছর পূর্তি উপলক্ষে চ্যানেল টোয়েন্টি ফোরের খুলনা অফিসের উদ্যোগে মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাবে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চ্যানেলটির সর্বাঙ্গীন মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন। তারা বলেন, চ্যানেল টোয়েন্টি ফোর শুরু থেকে দেশের দর্শকদের সংবাদের চাহিদা পূরণ করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহবান জানান তারা।

এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা জেলা প্রশাসন, খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি, খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দৈনিক প্রথম আলো, এনটিভি, ইন্ডিপেনডেন্ট, নিউজ ২৪, এখন টিভি, দৈনিক খুলনা, দৈনিক খুলনা টাইমস, গ্লোবাল টেলিভিশন, সমকাল সুহৃদ সমাবেশ এর পক্ষ থেকে চ্যানেল টোয়েন্টি ফোরের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা ও ক্যামেরাপার্সন জাকারিয়া তুষারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁইয়া, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান, খুলনা ভিশনের ব্যবস্থাপনা পরিচালক ফকির মো. সাইফুল ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মো. আশরাফ উজ জামান, আওয়ামী লীগ নেতা অসিত বরণ বিশ্বাস, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সমন্বয়কারী অ্যাডভোকেট বাবুল হাওলাদার।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, কেইউজের সাবেক সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, কেইউজের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহআলম, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিব উদ্দিন পান্নু, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, এনটিভির আবু তৈয়ব, নিউজ ২৪ এর সামছুজ্জামান শাহীন ও মাকসুদ আলী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান, সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, যুগান্তরের আহমদ মূসা রঞ্জু ও নূর ইসলাম রকি, সময় টিভির আবদুল্লাহ এম রুবেল, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের এএইচএম শামীমুজ্জামান ও অভিজিত পাল, একুশে টিভির মহেন্দ্রনাথ সেন, এস এ টিভির রকিবুল ইসলাম মতি, যমুনা টেলিভিশনের প্রবীর বিশ্বাস, দৈনিক খুলনা টাইমস সম্পাদক সুমন আহমেদ, দেশ টিভির এমডি অসিম, আরটিভির মীর মনির, দীপ্ত টিভির ইয়াসির আরাফাত রুমি, বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম, গ্লোবাল টিভির কবীর মুন্সী, সাংবাদিক সুনীল দাস, মাহমুদ হাসান সোহেল, রফিউল ইসলাম টুটুল, শেখ মো. সেলিম, বেল্লাল হোসেন সজল, আওসাফুর রহমান কাজল, আশরাফুল ইসলাম নূর, ক্যামেরাপার্সন নেয়ামুল হোসেন কচি, মো. হালিম, আবুল বাশার, এইচডি হেলাল, রফিক আলী, শাহজালাল মোল্লা মিলন, আজিজুল ইসলাম, খায়রুল আলম, বিপ্লব সাহা, সমকাল সুহৃদ সমাবেশের আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!