শেকড়ের সন্ধানে শিরোনামে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়(চুয়েট) এর খুলনাস্থ প্রাপ্তন শিক্ষার্থীদের সমন্বয়ে নগরীর ক্যাসেল সালাম হোটেলে শুক্রবার (২৭ মে) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চুয়েট থেকে পাশকৃত প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।
পুনর্মিলনী অনুষ্ঠান শেষে খুলনা চুয়েট থেকে পাশকৃত প্রাপ্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চুয়েটিয়ানদের খুলনা’র ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি হিসেবে খুবি’র প্রধান প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান(তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ওজোপাডিকো), যুগ্ন সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ প্রকৌশলী শরীফ মাহামুদ ভূজ্ঞা সহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
উক্ত কমিটি খুলনাস্থ চুয়েটিয়ানদের নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করবে।