খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪
বিজেএমসি‘র পাঁচ মাধ্যমিক বিদ্যালয়

খুলনায় চাকরির অনিশ্চয়তায় ৬০ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধের পর অনিশ্চয়তায় পড়েছেন পাটকল নিয়ন্ত্রিত বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা। পাটকলের শ্রমিকরা নগদ টাকা ও সঞ্চয়পত্র এবং বিদ্যালয়গুলোর স্থায়ী শিক্ষকদের এমপিও ভুক্তির আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যালয়গুলোতে কর্মরত অস্থায়ী শিক্ষক ও কর্মচারীদের বিষয়ে কোনো ধরনের পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়নি। এতে হতাশ হয়ে পড়েছেন প্রায় ৬০ জন শিক্ষক ও ১০ কর্মচারী।

জানা গেছে, খুলনার রাষ্ট্রায়ত্ত ৮টি পাটকলের মধ্যে ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ন এবং জেজেআইতে ৫টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। পাটকলগুলোর আয় থেকেই এসব বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও কার্যক্রম পরিচালনা করা হতো। পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যালয়গুলো টিকিয়ে রাখা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। পরবর্তীতে বিদ্যালয়গুলোর স্থায়ী শিক্ষকদের এমপিও ভুক্তির আশ্বাস দেন পাট প্রতিমন্ত্রী।
শিক্ষকরা জানান, পাটকলের বিদ্যায়লগুলোতে নিয়মিত শিক্ষক রয়েছেন প্রায় ৬০ জন। এর বাইরে আরও ৬০ জন শিক্ষক-শিক্ষিকা ও ১০ জন কর্মচারী অস্থায়ী ভিত্তিতে কাজ করেন। তাদের মধ্যে ১৫-২০ বছর ধরে কাজ করলেও অনেককে স্থায়ী করা হয়নি। তাদের অনেকেরই এখন চাকরির বয়স নেই। পাটকল বন্ধ হয়ে যাওয়ায় তারা অথৈই সাগরে পড়েছেন।
রাষ্ট্রায়াত্ত স্টার জুট মিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজা খান জানান, ২০১২ সালের ২৫ জানুয়ারি থেকে অস্থায়ী ভিত্তিতে কাজ করছি। স্থায়ী হবে হবে করে সাড়ে ৮ বছর পেরিয়ে গেছে। এখন আর বাইরে চাকরির বয়স নেই। মিল বন্ধ হওয়ায় আমাদের ভাগ্যে কি আছে জানি না। প্লাটিনাম জুট মিল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খানম জানান, ২০০০ সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি শিক্ষকতা করছেন। গত ২০ বছরে তাকে স্থায়ী করা হয়নি। এখন তাদের এমপিওভুক্তি করা হবে না বলে শুনছেন। শিক্ষকরা জানান, প্রধানমন্ত্রী ইচ্ছে করলেই এসব শিক্ষকদেরও এমপিওভুক্ত করতে পারেন। তাদের বিষয়টি মানবিকভাবে বিবেচনার অনুরোধ জানিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা।
এ ব্যাপারে স্টার জুট মিলের প্রকল্প প্রধান আবুল কালাম আজাদ জানান, বিজেএমসি থেকে স্থায়ী শিক্ষকদের তালিকা চাওয়া হয়েছে। তখন অস্থায়ী শিক্ষকদের বিষয় জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এখন বাকি দায়িত্ব বিজেএমসির।

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!