খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

খুলনায় কোয়াব টি-টোয়েন্টিতে পোর্ট সিটি ও এক্স ইলেভেনের জয়

ক্রীড়া প্রতিবেদক

খুলনা কোয়াব আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জয় পেয়েছে পোর্ট সিটি ওয়ারিয়র্স ও এক্স ইলেভেন। বৃহস্পতিবার সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে পোর্ট সিটি ৫ উইকেটে ফ্রেন্ডস ক্রিকেটকে পরাজিত করে। এক্স ইলেভেন ও লবনচরা ক্রিকেট একাডেমীর দিনের অপর ম্যাচটিতে সুপার ওভারে জয় পেয়েছে এক্স ইলেভেন।

দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ফ্রেন্ডস ক্রিকেট নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। দলের হয়ে মনোজ ৩৪, আইফুল ২৫, পারভেজ ২০ রান করেন। প্রতিপক্ষের তানভীর নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের হাফিজ ৩৩, হাবিব ৩০, রিয়াজ ২৩ রান করেন।

দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে এক্স ইলেভেন নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৭ রান করে। দলের হয়ে মুন ৩০, উজ্জল ২৭ রান করেন। প্রতিপক্ষের সবুজ, নয়ন ও হিমেল ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে লবনচরা ক্রিকেট একাডেমী ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সমান ১০৭ রান করে। দলের শাওন ২১, নয়ন ১৮, নাহিদ ১৭ রান করেন। এক্স ক্রিকেটের হয়ে বুলবুল ও সজল ২টি করে উইকেট নেন।

দুই দলের রান সমান হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে আগে ব্যাট করে লবনচার ক্রিকেট একাডেমী ৮ রান করে। জবাবে ৪ বলেই লক্ষ্যে পৌঁছে যায়। ৩ বলে ১৩ রান করেন মুন্না।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!