খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
তিনদিনে চারজনের প্রাণহানি

খুলনায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

খুলনায় হঠাৎ করেই বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও। গত তিনদিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪ জন রোগীর মৃত্যু হয়েছে।

খুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, এখনও করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন রোগী। আর গত দুই দিনে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৬ মার্চ মধ্যরাত দেড়টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় হাছিনা বেগম (৭২) নামে এক নারী মারা যান। তিনি পিরোজপুর ছোট খলিশাখালি এলাকার আজহার আলীর স্ত্রী। মৃত হাছিনা বেগম বৃহস্পতিবার (১৫ মার্চ) মেডিকেলে করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় যশোরের নিউমার্কেট এলাকার মৃত গোলামের ছেলে জাহাঙ্গীর কবিরের (৫২) মৃত্যু হয়। তিনি করোনা পজিটিভ হয়ে বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টায় খুমেক হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে মৃত্যুবরণ করেন।

এছাড়া বুধবার (২৪ মার্চ) সকালে করোনায় আক্রান্ত হয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ঝিনাইদহ সদরের আরবপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে আব্দুল হাসেম (৪৫) এবং বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত আবু বক্করের স্ত্রী সাহিদা বেগম (৬৫) মারা যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ মার্চ) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ৫২৩ জনের করোনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনার ১৪ জন এবং বাগেরহাটের ৫, সাতক্ষীরার ৩, যশোরের ১ ও নড়াইলের ২ জন করোনা আক্রান্ত হয়েছে।

এর আগে বুধবার (২৪ মার্চ) রাতে খুমেক হাসপাতালের পিসিআর মেশিনে ৪৭০ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১২ জন। এছাড়াও বাগেরহাটে ১, যশোরের ২ ও পিরোজপুরের ১ জন আক্রান্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও মো. মিজানুর রহমান বলেন, সারাদেশের মতো খুলনায়ও করোনা সংক্রমণ বেড়েছে। কিছুদিন আগেও খুলনায় করোনা সংক্রমণ কম ছিল। গত তিনদিনে খুলনায় চারজনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে মানুষকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, করোনা টিকা নেওয়া মানেই করোনা মুক্ত নয়। একইসঙ্গে করোনার দুটি ডোজের টিকা নিতে হবে। টিকা নেওয়ার পর মানুষের শরীরে এন্টিবডি তৈরি হতে অন্তত ২ মাস সময় লাগে। ফলে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।

খুলনা সিভিল সার্জন অফিস সূত্র জানা যায়, বৃহস্পতিবার (২৫ মার্চ ) পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৬১ হাজার ৭৩৭ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার ২১২ এবং মহিলা ৬৫ হাজার ৫২৫ জন।

খুলনার সিভিল সার্জন ডা. নেওয়াজ মোহাম্মদ বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। মানুষকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

সর্বশেষ বুধবার (২৪ মার্চ) করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধের লক্ষে খুলনা সিটি কর্পোরেশন এলাকার জন্য গঠিত কমিটির সভায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধ ও মোকাবেলায় দায়িত্বশীল সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

এ পরিস্থিতিতে স্বাাস্থ্য খাতের সকল বিভাগসহ সরকারি বেসরকারি সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারকরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনদিনে খুলনায় অভিযান চালিয়ে ২৩৪টি মামলায় ৯৭ হাজার একশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। যার মধ্যে বুধবার (২৪ মার্চ) মাস্ক পরিধান না করার অপরাধে খুলনা জেলায় মোট ৪৮টি মামলায় ২২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৩ মার্চ) জেলায় মোট ১১৭টি মামলায় ৫০ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়। সোমবার (২২ মার্চ) জেলায় মোট ৬৯টি মামলায় ২৪ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়। এর আগে মাস্ক পরিধানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চলানো হয়।

খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইউসুপ আলী জানান, খুলনায় স্বাস্থ্যবিধি মানার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। সাধারণ মানুষকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট চালিয়ে মামলা দায়ের ও জরিমানা আদায় করা হচ্ছে।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!