খুলনা সাহিত্য পরিষদের শান্তিধাম মোড়স্থ নিজস্ব কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত সাহিত্য আসর আজ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এড. আবদুল্লাহ হোসেন বাচ্চু’র সভাপতিত্বে ও কবি সৈয়দ আলী হাকিম এর সঞ্চালনায় আসরে প্রধান আলোচক ছিলেন প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান।
আসরে সম্প্রতি প্রকাশিত উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির পত্রিকা ‘কথকতা’র উপর আলোচনা করেন প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান ও সাধারণ সম্পাদক শেখ রেজানুল হক। আসরে কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন সৈয়দ জীবন, শাহানা বেগম, শিরীন আফরোজ রানী, মোঃ গোলাম রসুল, হারুন-অর-রশীদ, মোঃ আরিফুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান রহিম, ফারহান হাসিন রুদ্র, মোঃ ইশরাত হোসেন, মোঃ জামাল মোল্লা, মোঃ সেলিম খান,তীর্থ অধিকারী প্রমুখ।
আগামী ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী স্মরণসভা অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/ টি আই