খুলনা, বাংলাদেশ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন : আপিল বিভাগ; বেতন হবে ১০ম গ্রেডে
  গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহীবাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত অন্তত ১২
  আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব

খুলনায় ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতিপদক প্রদান

নিজস্ব প্রতিবেদক

ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাব হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, এই পদকের মাধ্যমে অন্যান্য সাংবাদিকরা উৎসাহিত হবে। স্থানীয় পত্রিকায় আঞ্চলিক সংবাদকে গুরুত্ব দিতে হবে, যাতে মানুষ এলাকার উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে পারে। খুলনার বিভিন্ন রাস্তা ও ড্রেনেজের কাজ পুরোদমে এগিয়ে চলছে এজন্য মেয়র সকলের সহযোগিতা কামনা করে। তিনি খুলনার উন্নয়নমূলক কাজ পত্রিকায় তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানান।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা প্রমুখ। খুলনা প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে। পরে মেয়র পুরস্কারপ্রাপ্তদের মাঝে পদক প্রদান করেন।

পাঁচ সদস্য বিশিষ্ট জুরিবোর্ডের ফলাফল অনুযায়ী প্রথম হয়েছেন দৈনিক সময়ের খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক এসএম আমিনুল ইসলাম. দ্বিতীয় দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয় এবং তৃতীয় দৈনিক আজকের তথ্য’র বার্তা সম্পাদক আলমগীর হান্নান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!