খুলনা লবণচরা থানার বিশেষ অভিযানে শুক্রবার সকাল সাড়ে ৬ টার সময় বাগেরহাট মহাসড়কের ওপর থেকে এক কেজি গাঁজাসহ মোঃ ইউসুফ আলী শেখ (৬০) কে গ্রেপ্তার করা হয়েছে। অফিসার ইনচার্জ সমীর কুমার সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সূত্রে রূপসা ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা ব্রীজের পশ্চিম ঢালে অবস্থিত বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন পোটলায় থাকা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। ইউসুফ আলী বটিয়াঘাটা উপজেলার ঝালবাড়ি এলাকার মৃতঃ আব্দুল হালিম শেখের ছেলে। এ ঘটনায় লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ আরো ২জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মোল্লারহাট থানার গাড়ফা এলাকার মোঃ আলম মোল্লার ছেলে মুন্না মোল্লা (২৪) এবং নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার মৃতঃ শেখ খোরশেদ আলীর ছেলে শেখ আলিউজ্জামান (৩২)। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম