খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

খুলনায় ঈদ-উল-আযহার প্রথম জামাত সকাল ৮টায় টাউন মসজিদে

নিজস্ব প্রতিবেদক

খুলনায় আসন্ন ঈদ-উল-আযহার প্রথম জামাত টাউন মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। কার্যকর সামাজিক দূরত্ব নিশ্চিত ও মাস্ক পরিধান সাপেক্ষে মুসল্লিগণ জামাতে অংশ নেবেন। খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসে সভা এবং ঈদ প্রস্তুতি সভায় এসকল তথ্য জানানো হয়।

রবিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে  এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক জেলার সকল কোরবানির পশুর হাটে পর্যাপ্ত সামাজিক দূরত্ব নিশ্চিতে উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেন। পাশাপাশি ফেসবুক পেইজ ও মোবাইল অ্যাপসের মাধ্যমে কোরবানির পশু ক্রয়ে জনগণকে উৎসাহিত করতে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন, সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ বিষয়ে সকলকে অবহিত করেন।

এছাড়া সভায় ঈদের ছুটিতে অপ্রয়োজনীয় জনস্রোত নিয়ন্ত্রণে নৌ ও রেলপথে প্রশাসনের নজরদারি বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হয়। সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম আউয়াল হক প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ হতে অনলাইনে কোরবানির পশুর ছবিসহ তথ্য আপলোডের অগ্রগতি তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক আরও জানান, খুলনায় ডিজিটাল পদ্ধতিতে ধান ও চাল সংগ্রহের অগ্রগতি প্রায় ৫০ শতাংশ ।করোনাভাইরাস প্রাদুর্ভাবকালীন সকল দপ্তরের উন্নয়ন কর্মকান্ড গতিশীল রাখার নির্দেশনা দেন তিনি।

জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী অফিসারা স্ব স্ব দপ্তরে বসে অনলাইনে এই সভায় অংশ নেন বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!