খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

খুলনায় ইজিবাইকের লাইসেন্স প্রদানকালে আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে ইজিবাইক চলাচলের অনুমতি সংক্রান্ত লাইসেন্স প্রদানকালে প্রতারণার আশ্রয় গ্রহণ করায় দুইজনকে খালিশপুর থানায় সোপর্দ করা হয়েছে। খালিশপুরস্থ প্রভাতী স্কুল মাঠে আজ রবিবার এ ঘটনা ঘটে।

কেসিসি’র লাইসেন্স (যানবাহন) শাখা কর্তৃক মাসব্যাপী ইজিবাইক চলাচলের অনুমতি সংক্রান্ত লাইসেন্স প্রদান কার্যক্রম চলাকালে দৌলতপুরস্থ ২নং ওয়ার্ডের সাহেবপাড়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাক-এর পুত্র মিরাজুল ইসলাম ইজিবাইকের স্টিকার তুলে পুণরায় একই ইজিবাইক দেখিয়ে আরেকটি লাইসেন্স গ্রহণের চেষ্টা করেন যা লাইসেন্স প্রদান সংক্রান্ত কেসিসি’র নীতিমালা (একজন মালিক/চালক একটি লাইসেন্স গ্রহণ করতে পারবেন) পরিপন্থী। এছাড়া একই ব্যক্তি অন্য আরেকজন মিরাজুল ইসলামের জাতীয় পরিচয়পত্র নিজের দাবি করে আরেকটি লাইসেন্স গ্রহণের চেষ্টা করেন।

এ ঘটনায় কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তা দু’টি ইজিবাইকসহ মিরাজুল ইসলাম ও ইজিবাইক চালক’কে খালিশপুর থানায় সোপর্দ করেন। ভবিষ্যতে এ ধরণের কোন প্রকার প্রতারণার আশ্রয় নেয়া হলে তাদের বিরুদ্ধেও আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কেসিসি কর্তৃপক্ষ জানান। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!