সরকার জনগণের ম্যান্ডেট ছাড়াই রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার জন্যই কথিত নির্বাচনের নামে ইতিহাসের নিকৃষ্টতম তামাশার আশ্রয় নিয়েছে উল্লেখ করে খুলনা বিএনপি নেতারা বলেছেন, দেশের জনগণ সরকারের ভাঁওতাবাজির নির্বাচন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা দেড়টায় অবরোধ সমর্থনে নগরীর হাজী মহসিন রোডে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা এসব কথা বলেন। তারা সরকারকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে অবিলম্বে ফরমায়েসী তফসিল বাতিল, পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের হাবি জানিয়েছেন।
মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, মহানগর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব আলম পিয়ারু, তৈয়বুর রহমান, শফিকুল ইসলাম হোসেন, এস এম শামীম কবির, একরামুল হক হেলাল, আশরাফুল আলম নান্নু, মো. মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, ওয়াহিদুজ্জামান রানা, আব্দুস সালাম, মো: জাহিদ হোসেন, তারিকুল ইসলাম, ফারুক হোসেন, থানা ও উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবদের মোল্লা মোশারফ হোসেন মফিজ,কে এম হুমায়ুন কবির,মুর্শিদ কামাল, খাইরুজ্জামান জনি,সাজ্জাদ হোসেন পরাগ,ইমাম হোসেন,মোল্লা সাইফুর রহমান,আবু সাঈদ হাওলাদার আব্বাস,মনির হোসেন টিটো,সরদার আব্দুল মালেক,খন্দকার ফারুক হোসেন, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাঈদ হাসান লাভলু, যুবদলের নেহিবুল হাসান নেহিম, নাদিমুজ্জামান জনি, আব্দুল আজিজ সুমন, জাবির আলী, আইয়ুব হোসেন মোল্লা, জাহাঙ্গীর হোসেন, মোল্লা রিয়াজুল ইসলাম, মনিরুজ্জামান মনি, মো: হোসেন এম এম জসিম, শফিকুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান বেলাল, সাকিরুল ইসলাম সুমন, নাসিম আহমেদ ইমন আব্দুল আল মামুন, সাইদুর রহমান, ওমর ফারুক, হাসান আল বাকের শোভন, মুজাহিদুল ইসলাম টনি, মোঃ শরিফুল ইসলাম, তৌহিদুর রহমান তৌহিদ,মামুন পাটোয়ারী ,সোহেল রানা,সোহেল হাওলাদার, মো: রফিক, আবু সায়েম, মো.আজিজুল,সৈয়দ তানভীর আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, আনোয়ার হোসেন আনো,সাইফুল ইসলাম মল্লিক, ইউসুফ মোল্লা,মুনতাসির আল মামুন,মো: নাসির উদ্দিন,জাহিদুল ইসলাম বাচ্চু,লাবু বিশ্বাস,আলাউদ্দিন তালুকদার, মহিলা দল এর শাহনাজ সরোয়ার,নিঘাত সীমা, লুতফুল নাহার লাভলী, আরীফা চুমকি, কামরুল নাহার হেনা,কাওসারী জাহান মন্জু,কাকন, নাছিমা, মুন্নী বেগন,শারমিন, শ্রমিক দলের শফিকুল ইসলাম শফি,খান ইসমাইল হোসেন,আবু জাফর, জাসাস-শহিদুল ইসলাম, আজাদ আমিন, কৃষক দলের সজীব তালুকদার, মাহফুজ খান, সানাউল্লাহ সানি, গিয়াস উদ্দিন, আবুল কালাম খান,রবিউল ইসলাম,জাহাঙ্গীর হোসেন, এজাজ শেখ, হাসিব পলাশ, হিটু শেখ, মোঃ লিপু,জাহিদ জুয়েল,এম এ মান্নান, রাসেল শেখ, তাতি দলের মোঃ আবু সাঈদ শেখ,মেহেদী আহসান মিন্টু, ছাত্রদলের ইশতিয়াক আহমেদ ইস্তি,এস এম মাসুম বিল্লাহ, গাজী শহিদুল ইসলাম,হুমায়ুন কবির রুবেল, ইবাদুল ইসলাম,খান সাইফুল,সৈয়েদ ইমরান,সাজ্জাদ হোসেন জিতু,মফিজুল ইসলাম,ফারুক আহমেদ, হেলাল উদ্দিন,মাজহারুল ইসলাম রাসেল,শাকিল আহমেদ,নাজিম উদ্দীন শামিম,পারভেজ মিজান, ইয়াসিন,শাহানাহাজ জামান সাগর, এস কে ডিউক হোসেন, সামসেদ আবিদ,রিদয়,সৈকত ইসলাম উজ্জল, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন,সালাউদ্দিন মোল্লা বুলবুল, হুমায়ুন কবির চৌধুরী,জহিরুল ইসলাম খান জুয়েল, কাজি মিজানুর রহমান,মোস্তফা কামাল,আব্দুর রশিদ পাটোয়ারি,মিনা মুরাদ হোসে, এ কে এম সেলিম, এ এইচ এম আসলাম, মাসুদ খান, মনসুর হাবিব আজগর,মোঃজাহাঙ্গীর হোসেন,আরিফুর রহমান বিপ্লব,আজিজুর রহমান,আহসান হাবিব বাবু, মোল্লা মিজান,গোলাম কিবরিয়া,মুরাদ হোসেন,তরিকুল ইসলাম,আমিন আহমেদ, শওগাতুল আলম সগীর , মাহবুব ইসলাম টুটুল,মেহেদী হাসান লিটন, মোঃ আবু জাফর,মামুন মেম্বার, সাঈদুজ্জামান, মিজানুর রহমান, মোল্লা রাজু আহমেদ, ডাঃ আঃ হালিম, ইয়াজুল ইসলাম এপলো, হাবীবুর রহমান বিপুল,ইসলাম বিশ্বাস, মইদুল হক টুকু, মিজানুর রশিদ, নাদিম আশফাক মোঃ টুটুল, মোস্তাফিজ,হেলাল হাওলাদার,জুয়েল হাওলাদার, মনির হাওলাদার,মাসুম বিল্লাহ,আলী হোসেন, আলতাব খান,নুর ইসলাম,মোল্লা হাসান আলী বাবু,রবি,মিলন,রুম্মান,মোহাম্মদ আজাদ ,মনিরুল আলম,আবুল হোসেন,আলম হোসেন মামুন, মিকাইল, হেলাল, নয়ন, মোক্তার প্রমুখ।
খুলনা গেজেট/কেডি