খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে বোমা, অস্ত্র-গুলি ও মাদকসহ ডাকাত দলের ৪ সদস্য আটক
  নড়াইলের তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস
  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

খুলনায় অবরোধ কর্মসূচিতে বিএনপি, গ্রেপ্তার ১০

গেজেট ডেস্ক

অবরোধের প্রথম দিন খুলনায় পুলিশের লাঠিচার্জ ও গ্রেপ্তারের ঘটনার মধ্যে দিয়ে পালিত হয়েছে বলে দাবি করেছে বিএনপি । দলের পক্ষ থেকে বলা হয়েছে,  পুলিশের বাধা উপেক্ষা করে অবরোধ সর্মথনে নগরীতে খন্ড খন্ড মিছিল করেছে বিভিন্ন থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের নেতারা। অবরোধে আগের রাতে ৭জন ও অবরোধ চলাকালে মিছিল থেকে ৩জনসহ মোট ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনপি নেতারা বলেছেন, শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিকে বন্দুকের নলের মুখে দমন করতে উঠে পড়ে লেগেছে সরকার। তারা সারাদেশেই বিএনপির নেতাকর্মীদের ওপর বলপ্রয়োগ করে চলমান অবরোধ কর্মসূচিকে বানচাল করার অপচেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে। নেতারা বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ চলছে। শান্তিপুর্ণ অবরোধে পুলিশের গুলিতে দলের কয়েকজন নিহত হয়েছে, রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, সারাদেশে মানুষের ওপর নির্বিচারে গুলি করা হচ্ছে। ২৮ অক্টোবরের ঘটনা এবং অবরোধের প্রথম দিনে সারাদেশে উত্তপ্ত পরিস্থিতির জন্য সরকার দায়ী। হামলা-মামলা-গ্রেফতার করে সরকার টিকতে পারবে না। তাদের পদত্যাগে বাধ্য করা হবে।

মহানগর ও জেলা বিএনপি: অবরোধ সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় খানজাহান রোড বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, এবাদুল হক রুবায়েত, আব্দুল মান্নান মিস্ত্রিসহ অনেকে।
সদর থানা বিএনপি: অবরোধ সমর্থনে সকাল ১০টার দিকে ফেরিঘাট এলাকা থেকে মিছিল শুরু করে খানজাহান আলী রোড হয়ে ফুলমার্কেট এলাকায় আসামাত্র পুলিশ ধাওয়া দিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ মৃদু লাঠিচার্জ করে এবং ৩জনকে আটক করে। মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, একরামুল হক হেলাল, সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, নাজমুল হুদা চৌধুরী সাগর, শফিকুল ইসলাম শফি, শফিকুল ইসলাম শাহিন, জাহাঙ্গীর হোসেন, যুবনেতা শফিকুল ইসলাম শাহীনসহ অনেকে।

সোনাডাঙ্গা থানা বিএনপি: হরতাল সমর্থনে মঙ্গলবার সকাল ৭টায় সোনাডাঙ্গা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ, হাফিজুর রহমান মনি, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ জামাল উদ্দিন, ওয়াহিদুজ্জামান হাওলাদার, তাজিম বিশ্বাস, টুকু, বাকার, কাজী মিজান, আবুল আনোয়ারা, হাবিব, বাবু মোড়ল, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

খানজাহান আলী থানা: অবরোধ সমর্থনে খানজাহান আলী থানায় মিছিল করেছে বিএনপি। মিছিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান, মামুন সেখ, রফিকুল ইসলাম, হাসিবুর রহমান উজ্জল, হেমায়েত, শহিদুল ইসলাম সোহেল, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব, মাসুম বিল্লাহ, মোঃ ফয়সাল আহমেদ, সাইফুল্লাহ তাজিম, জিহাদুল ইসলাম,, মোহাম্মদ জাকারিয়া, সাদ্দাম হোসেন আবু, শেখ সিফাত, মোঃ সাইদুজ্জামান, রশিদ, শহিদুল ইসলাম শহীদ প্রমূখ। আব্দুস সালামের নেতৃত্বে রেলপথ অবরোধ করেন।

গ্রেপ্তার: অবরোধের আগের রাতে ও অবরোধের দিনে পুলিশ বিএনপি ও অঙ্গ দলের ১০জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, ২৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য শেখ জামাল উদ্দিন, ১ নং ওয়ার্ড বিএনপি নেতা আইয়ুব আলী, যুবদল নেতা আল-আমিন, ছাত্রদল নেতা নুরুজ্জামান সাগর, ৩১ নং বিএনপি’র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, ২৪ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান লিটন, ২১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রুবেল জমাদ্দার, শ্রমিকদলের কালাম, শাহিন, বিএনপি নেতা বিল্লাল হোসেন। – খবর বিজ্ঞপ্তির

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!