করোনা ভাইরাসের কারণে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে ক্রিকেট বন্ধ থাকার পর গত ১৯ জুলাই থেকে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সপ্তাহ অনুশীলন করার পর ঈদের আগে শেষ হয় প্রথম পর্বের অনুশীলন। ঈদের পর মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হকসহ আরও ৮ জন নতুন ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে ব্যক্তিগত অনুশীলনের দ্বিতীয় পর্ব। এদিন বিসিবির তত্বাবধায়নে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, ঢাকা মিরপুর শের এ বাংলা স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন হয়। খুলনায় যথারিতী অনুশীলন করেন তিন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান।
মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুশীলন। সূচি অনুযায়ী প্রথম দিনে ১১ জন ক্রিকেটারের অনুশীলন করার কথা ছিল। তবে প্রথমদিনের অনুশীলনে ছিলেন না সাদমান ইসলাম, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ। পারিবারিক কারণে অনুশীলন আসেননি তাসকিন। এছাড়া বাকি ৮ ক্রিকেটার অনুশীলন করেন।
দিনের শুরুতেই অনুশীলন করেন মুশফিকুর রহিম। জিমে অনুশীলন, ইনডোরে ব্যাটিং আর মিরপুরের মূল মাঠে রানিং করেছেন মুশি। এরপর সূচি অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে মাহমুদউল্লাহ, মুমিনুল, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন অনুশীলন করেছেন।
অন্যদিকে বোলারদের মধ্যে শফিউল ইসলাম, মেহেদি হাসান রানা ও তাইজুল ইসলাম তাদের অনুশীলন করেছেন। তবে বোলারদের রানিংযের জন্য একাডেমি মাঠ নির্ধারিত করা থাকলেও মাঠ প্রস্তুত না থাকায় মিরপুরের মূল মাঠেই রানিং করেন।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকালে প্রথমে রানিং করেন মেহেদী হাসান মিরাজ। এরপর আসেন মেহেদী হাসান, আর পরে অনুশীলন করেন নুরুল হাসান সোহান। তিনজনই পরে ইনডোরে ব্যাটিং নক করেন।
খুলনা গেজেট/এএমআর