খুলনার বটিয়াঘাটা, দাকোপ ও রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে গড়ে ৪৭ দশমিক ৭৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোট দিতে যায়নি ৫২ দশমিক ২৪ শতাংশ ভোটার।
রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ জানান, দাকোপ উপজেলায় ৫৩.৫৭ শতাংশ, বটিয়াঘাটা উপজেলায় ৪৭.৫৭ শতাংশ এবং রূপসা উপজেলায় ৪২.১৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। অর্থ্যাৎ ৩ উপজেলায় গড়ে ভোট প্রদানের হার ৪৭ দশমিক ৭৬ শতাংশ। এর আগে গত ২১ মে তেরখাদা, ফুলতলা ও দিঘলিয়া উপজেলায় গড়ে ৪৪.৫১ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন।
এদিকে কোনো সহিংসতা ছাড়াই বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩টি উপজেলার ১৮৪টি ভোট কেন্দ্রের ১ হাজার ২৩০টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন ১ হাজার ৫৩২ জন পুলিশ, ২ হাজার ৫৮৪ জন আনসার ও ৬ প্লাটুন বিজিবি। এছাড়া দায়িত্ব পালন করেন ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫ জন অতিরিক্ত জেলা প্রশাসক।
এদিকে এদিন দিনভর বেশিরভাগ কেন্দ্রেই ছিল না ভোটারদের দীর্ঘ লাইন। সকালের দিকে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়ে। ভোটারদের দীর্ঘ লাইন না থাকায় কেন্দ্রে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যরা কিছুটা অলস সময় কাটান। তবে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন।
বিভিন্ন এলাকা ঘুরে কেন্দ্র দখলের কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভোট বর্জনের ঘটনাও ঘটেনি ৩ উপজেলায়। ভোট কেন্দ্রগুলোতে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। ভোট কেন্দ্রগুলোর বাইরে ছিল বিভিন্ন প্রার্থীর কর্মীসমর্থকদের জটলা। তবে ভোটকেন্দ্রের ভেতরে ছিল সুশৃঙ্খল পরিবেশ।
খুলনা গেজেট/হিমালয়