খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

খুলনার ৩ উপজেলায় ভোটের প্রস্তুতি 

নিজস্ব প্রতিবেদক

২য় ধাপে ২১ মে  খুলনার তিন উপজেলা দিঘলিয়া,  ফুলতলা ও তেরোখাদায় ষষ্ঠ উপজেলা  নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্নের শেষ পর্যায়ে রয়েছে । আগামীকাল ২০ মে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে  নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কার্যক্রম শুরু হবে। তবে ব্যালট পেপার যাবে ভোটের দিন সকালে।

খুলনার তিন উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৭০৩ জন। এরমধ্যে দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নে ভোটারের সংখ্যা ১লাখ ৩০ হাজার ৭৪৮ জন। ভোটকেন্দ্র রয়েছে ৫২ টি। বুথ সংখ্যা ৩৪৪টি।  ফুলতলা উপজেলার ৪ টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১লাখ ১৫ হাজার ১৮৭ জন।   তেরোখাদা উপজেলার ছয়টি ইউনিয়নে ১ লাখ ৩ হাজার ৭৬৮ জন ভোটার রয়েছে। ভোটকেন্দ্রের সংখ্যা ৪৩ টি। বুথ ২৭৬ টি।

দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন বলেন, নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্নের শেষ পর্যায়ে রয়েছে। আগামীকাল ২০ মে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী  সরঞ্জামাদি পৌঁছানোর কার্যক্রম শুরু হবে।

তেরখাদা উপজেলা নির্বাচন অফিসার মোঃ তায়জুল ইসলাম বলেন, আমার উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্নের শেষ পর্যায়ে রয়েছে। নির্বাচন সুষ্ঠু এবং ত্রুটিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আমরা দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছি। আশা করি নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।

কেএমপি সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে আড়ংঘাটা, যোগীপোল ও আটরা গিলাতলা ইউনিয়নের অন্তর্গত  খানজাহান আলী থানার আওতাধীন সকল ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাদের সকল প্রস্তুতি রয়েছে। ভোট গ্রহণের দিনও অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ।

দিঘলিয়া উপজেলা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার বলেন, উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়নের আইন শৃঙ্খলা রক্ষার  দায়িত্ব দিঘলিয়া থানার। তফসিল ঘোষণার পর থেকে দিঘলিয়া থানার অন্তর্গত প্রত্যেকটি এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর  ঘটনা ঘটেনি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ স্যারের নেতৃত্বে আমরা প্রার্থীদের আচরণ বিধি যাতে লঙ্ঘিত না হয় সে বিষয়গুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছি। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে। কেউ বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে। ইতিমধ্যে এলাকায় টহল জোরদার করা হয়েছে। ভোটের আগের দিন, ভোটের দিন এবং ভোটের পরের দিন সতর্ক অবস্থানে থাকবে পুলিশ।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!