খুলনা, বাংলাদেশ | ১৫ আষাঢ়, ১৪৩১ | ২৯ জুন, ২০২৪

Breaking News

  ৩০ জুন থেকে ৩ জুলাই ভারী-অতিভারী বৃষ্টির পূর্বাভাস : আবহাওয়া অফিস
  রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত
আটক ৬জনকে বিভিন্ন মেয়াদে সাজা

খুলনার হোটেল আর্কেডিয়া ডিসেম্বর পর্যন্ত সীলগালা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ের হোটেল আর্কেডিয়া (আবাসিক) হোটেলে অভিযান চালিয়ে ৬জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

জেলা প্রশাসনের সূত্র জানান, শুক্রবার সন্ধ্যায় হোটেল আর্কেডিয়া (আবাসিক) হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময়ে ওই হোটেলে অবস্থানরত যৌনকর্মী, কাস্টমার ও স্টাফসহ ৬জনকে আটক করা হয়। আটককৃতদের নির্দিষ্ট আইনে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। হোটেলটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ করে সিলগালা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন খুলনা সদর থানা পুলিশ। সামাজিক মূল্যবোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!