খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

খুলনার সমাবেশ সফলে চৌগাছা বিএনপির ব্যাপক প্রস্তুতি

চৌগাছা প্রতিনিধি

আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির গণ-সমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে যশোরের উপজেলা চৌগাছাতে বইছে ঈদের আনন্দ। দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। সমাবেশ সফলের লক্ষে খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ এই সমাবেশে চৌগাছা থেকে জনতার ঢল নামবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্র থেকে জানা গেছে, নিশিরাতের অবৈধ সরকারের দমন পিড়ন, হত্যা, মামলা, হামলা, নিত্যপন্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় বিএনপির গণ-সমাবেশ। সমাবেশ সফল করার লক্ষে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। দফায় দফায় তৃণমুল নেতাকর্মীদের সাথে বৈঠক, লিফলেট বিতরণসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সভাপতি জহুরুল ইসলামের নেতৃত্বে চৌগাছা পৌর সদরে লিফলেট বিতরণ করা হয়। এসময় যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আতাউর রহমান লাল ও যুগ্ম আহবায়ক চেয়ারম্যান মাসুদুল হাসান, বিএনপি নেতা বিএম আজিম উদ্দিন, জহুরুল ইসলাম বাবু, মাষ্টার শহিদুল ইসলাম, মুসা খা, আবু সালাম, মিজানুর রহমান, মাষ্টার মহিদুল ইসলাম, যুবনেতা সালাউদ্দিন আহমেদ, আরিফুল ইসলাম ওয়াসিম, কামরুল ইসলাম, সোহেল রানা, উজ্জল হোসেন, কামাল হোসেন, এম ইলিয়াস, স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সাইফারুজ্জাম সাইফার, কৃষকদলের উপজেলা শাখার সভাপতি আজগার আলী, সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামমনির মেম্বরসহ বিএনপি ও তার সহযোগী সংগঠের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, গত ১৪ বছর ধরে অবৈধ ভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে আওয়ামীলীগ। যারাই তাদের অন্যায় অত্যাচরের বিরুদ্ধে রুখে দাড়ানোর চেষ্টা করেছে তারাই হয়েছেন হামলা মামলা এমনকি হত্যার শিকার। অবৈধ সরকারের রোষানালে পড়ে দেশের মানুষ আজ চরম অসহায় হয়ে পড়েছেন। সরকারের সীমাহীন লুটপাট আর দূর্ণীতির কারনে দেশের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ডাকে চলছে শান্তিপূর্ণ আন্দোলন। শান্তিপূর্ণ এই আন্দোলন দেখে মাথা নষ্ট হয়ে গেছে সরকারের। বিএনপি জনগনের দল তাই এই জনগনকে সাথে নিয়ে অবৈধ সরকারকে উৎখাত করে দেশে প্রকৃত জনগনের সরকার প্রতিষ্ঠা করায় হচ্ছে আমাদের মুল লক্ষ।

এদিকে ২২ অক্টোবরের সমাবেশে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারন মানুষের উপস্থিতি হবে চোখে পড়ার মত এমনটিই মনে করছেন দলের নেতাকর্মীরা। তার প্রমাণও পাওয়া গেলো সাধারন মানুষের সাথে কথা বলে। লিফলেট বিতরনের সময় সড়কে চলাচররত পথচারি জাকির হোসেন, আজগার আলী, সঞ্জয় কুমার, বিলকিস খাতুন বলেন, দেশের মানুষ কেমন আছে জানিনা, তবে আমরা কোন ভাবেই ভালো নেই। জিনিসের দাম এতোই বেশি যে, প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সম্ভব হচ্ছেনা। দাম বেড়েছে সন্তানদের শিক্ষা উপকরনের কিভাবে সামনের দিন বেঁচে থাকবো জানিনা। তাই বিএনপির ডাকে খুলনার সমাবেশে উপস্থিত হওয়ার ইচ্ছা আছে, সবার মত আমরাও সরকারের পদত্যাগের জন্য এই সমাবেশে অংশ নিবো।
উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম বলেন, খুলনার সমাবেশে অংশ নেয়ার জন্য মানুষ অধির আগ্রহে আছেন। কোন বাধা বিপত্তি না হলে চৌগাছা থেকে খুলনার উদ্যেশে জনতার ঢল নামবে বলে তিনি আশা প্রকাশ করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!