খুলনার সকল দৈনিক সংবাদপত্র এবং অনলাইন নিউজপোর্টালসমূহ একসাথে একই জায়গায় পেতে ‘খুলনার সংবাদপত্র’ নামের মোবাইল অ্যাপসের উদ্বোধন হয়। সোমবার সকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল তাঁর দপ্তরে এ অ্যাপসটির উদ্বোধন করেন।
অ্যাপসটিতে খুলনা থেকে প্রকাশিত ৫০টির অধিক স্থানীয় পত্রিকা, পত্রিকার ই-পেপার এবং অনলাইন নিউজপোর্টালের লিঙ্ক যুক্ত আছে। খুলনার স্থানীয় সংবাদের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক সংবাদও এ অ্যাপসে পাওয়া যাবে।
খুলনার স্থানীয় সংবাদপত্র দক্ষিণাঞ্চল প্রতিদিনের স্পোর্টস রিপোর্টার আনওয়ার আহমেদ মুন তাঁর ব্যক্তিগত উদ্যোগে অ্যাপসটি তৈরি করেন।
উদ্বোধন অনুষ্ঠানে দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মিলন হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, খুলনা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি এসএম বাহাউদ্দিন এবং ‘খুলনার সংবাদপত্র’ অ্যাপের নির্মাতা আনওয়ার আহমেদ মুন উপস্থিত ছিলেন।
গুগল প্লেস্টোর থেকে সহজেই অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপসটির লিঙ্ক https://play.google.com/store/apps/details?id=com.moon.khulna_newspapers fbclid=IwAR2xkMTCsQwRZtYDYm99m_mhyppMnkbK8dhum7iopyo701of3sJgOnl9c_Q
খুলনা গেজেট/এনএম