পদত্যাগের ঘোষনা দিয়েছেন খুলনার শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা৷ আজ ১০ অক্টোবর, মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একযোগে পদত্যাগের ঘোষনা দেন তারা। কলেজ কমিটির ২৫ জন সদস্যের পক্ষে বিবৃতিতে সাক্ষর করেন আহবায়ক মহরম হোসেন মাহিম ও সদস্য সচিব সাব্বির হোসেন।
পদত্যাগকৃতরা হলেন, আহবায়ক মহরম হাসান মাহিম, সদস্য সচিব সাব্বির শেখ, যুগ্ম আহবায়ক আহাদ জিহান, ইসরাত সুলতানা ঋতু, কৌশিক মন্ডল, হামিম মাহমুদ রকি, মন্জুরুল ইসলাম জিহাদ, আরফিন মামুন, যুগ্ম সদস্য সচিব জয়দেব মিস্ত্রি, ঋতুপর্ণা সরকার, মোস্তফা সারওয়ার, মোঃ সালমান সরকার, মুকুট মন্ডল, আশিক আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাঈদ জাকির, সাফায়েত ইসলাম, মোহাম্মাদ সাকিব, মোঃ রায়হান, মিম ইসলাম, মোঃ জুবায়ের ইসলাম, তিসা আক্তার, আশরাফুল ইসলাম, মোঃ রিয়াদ ইসলাম, সুরাইয়া আক্তার ও আব্দুর রহিম।
বিবৃতিতে বলা হয়, নানান ঘটনা প্রবাহে নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন গড়ে তোলা, রাজনীতির নামে গতানুগতিক অপরাজনীতি চর্চা ও সাধারণকে দেওয়া প্রতিশ্রুতিভঙ্গের কারণে আমাদের এই সম্পর্কের ইতি টানতে হচ্ছে। একের পর এক নেতাদের ভুল সিদ্ধান্ত, অযাচিত পদক্ষেপ, নীতি ও আদর্শ বিবর্জিত বক্তব্য, স্বেচ্ছায় বিপথগামী হওয়া, নিজেদের অন্যায় ঢাকতে নেতাদের একেরপর এক মিথ্যাচার এবং দ্বি-খন্ডিত গণঅধিকার পরিষদের ২ মেরুর পথচলা আমাদের নিরাশ করেছে এবং পাশাপাশি তৃণমূলে কাজ করার পরিবেশ নষ্ট করেছে।
এরআগে গত ৫ আগষ্ট পদত্যাগের ঘোষনা দেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি। একদিন পর সাংগঠনিক সম্পাদক সহ পদত্যাগ করেন জেলা শাখার আরো প্রায় ২ ডজন নেতা।
খুলনা গেজেট/ টিএ