খুলনার রেড জোন ঘোষিত এলাকা নগরীর ১৭ ও ২৪নং ওয়ার্ড এবং রূপসার আইচগাতী এলাকায় গণবিজ্ঞপ্তির আদেশ অমান্য করায় ১৫টি মামলায় ১০ হাজার ১০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এসব অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে জনসাধারণ মাস্ক পরিধান না করে স্বাস্থ্যবিধি অমান্য করায়, গণবিজ্ঞপ্তির আদেশ লঙ্ঘন করে মোটরসাইকেলে একাধিক ব্যক্তি আরোহন, সরকার নির্দেশিত সময়ের পরেও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধেও জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান, তাপসী রাবেয়া ও সেটু কুমার বড়ুয়া।
অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া ভ্রাম্যমান আদালতে তিনজন মাদক সেবীকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেন। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ অন্য অপরাধ নিবারণে জেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।