খুলনার রায়পাড়া ক্রস রোডের বাসিন্দা পিএইচডি ডিগ্রী ধারী সরদার নূর নেওয়াজ। পিতা সরদার ওয়াজেদ আলী ও মাতা মৃত সুফিয়া খাতুন। জন্ম ১৯৫০ সালের ২২ অক্টোবর।
স্বাধীনতা যুদ্ধের আগে তিনি বিএল কলেজে বিএসসি (৩য় বর্ষ) ছাত্র ছিলেন। অসহযোগ আন্দোলনের সময় বিএল কলেজের ল্যাবরেটরি থেকে বিভিন্ন সরঞ্জাম দিতেন। তার পিতা পুলিশের দারোগা থাকায় তিনি সন্দেহের বাইরে থাকতেন। এরপর তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান, সাথে ছিলেন আব্দুল কাইয়ুম, নুরুল আলমসহ আরও অনেকে। প্রশিক্ষণ শেষে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র নিয়ে বৃহত্তর খুলনা মুজিব বাহিনীর প্রধান শেখ কামরুজ্জামান টুকুর নেতৃত্বে বাংলাদেশে প্রবেশ করেন। সাতক্ষীরার তালা উপজেলায় কয়েকটি বিএলএফ ক্যাম্পে কয়েকদিন অবস্থানের পর পুনরায় ভারতে চলে যান। সেখানে বিএলএফ’র সাংগঠনিক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি পুনরায় লেখাপড়ায় ফিরে যান কৃতিত্বের সাথে বিএসসি পাশ করেন এবং এমএসসি পাশ করে হিউস্টন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার জন্য আমেরিকায় যাত্রা করেন। তার সফলতা দেখে নাসা কর্তৃপক্ষ তাকে চাকরিতে নিয়োগ করেন। কয়েক বছর পর ২০০১ সালে ২ জানুয়ারি ফ্লোরিডা যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন এবং আমেরিকাতেই মারা যান। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
খুলনা গেজেট/এনএম