খুলনা, বাংলাদেশ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, ফেসবুকে ঘোষণা দিলেন বিদায়ের
  কাল ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

খুলনার রণাঙ্গনে জাহিদুর রহমান জাহিদ

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীর বাগমারা এলাকার জাহিদুর রহমান সড়কের বাসিন্দা । পিতা আব্দুল মালেক শেখ ও মাতা মৃত নূরজাহান বেগম। জন্ম ১৯৪৫সালের ১০ এপ্রিল। দৌলতপুর বিএল কলেজে অধ্যয়নকালে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন।

৬৯’র গণ আন্দোলনে বিভিন্ন কলেজের ছাত্রদেরকে সংঘটিত করে আন্দোলনকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেন। ৭০’র নির্বাচনের ফলাফলের পর তৎকালীন শাসকদের অনমনীয় মনোভাবের কারণে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। সাথী বন্ধুদের সাথে তিনি নড়াইল গ্রামের বাড়িতে যান। সেখান থেকে শতাধিক শিক্ষিত যুবকদের নিয়ে সীমান্ত পার হয়ে ভারতে যান।

বশিরহাটে ছাত্রলীগের নেতাদের সাথে পরামর্শক্রমে দেরাদুন মিলিটারি একাডেমিতে ৪৫ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক নিয়ে বড় একটি দলের নেতৃত্বে দিয়ে বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। একাধিক ক্যাম্প স্থাপন করে নড়াইল, ইটনাসহ বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দেন। যুদ্ধ শেষে খুলনা ফিরে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। ১৯৭৩ সালে খুলনা পৌরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছিলেন। খূলনা সিটি ল কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।

তিনি ১৯৭৫ সালের ১৬ জুন সড়ক দুর্ঘটনায় নিহত হন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে তার তার অনন্য অবদান স্মরণীয় হয়ে থাকবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!