খুলনা মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মুজগুন্নী মহাসড়ক । খুলনা বিভাগের একমাত্র বিশেষায়িত শেখ আবু নাসের হাসপাতাল, ৫০০ শয্যার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, মেট্রোপলিটন পুলিশ লাইন্স, বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তর, খুলনার শীর্ষস্থানীয় দুটি স্কুল-কলেজসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান, অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ের কেডিএর দুটি বৃহৎ আবাসিক এলাকা- এসবই খুলনা সিটি করপোরেশনের মুজগুন্নী মহাসড়কের দুই পাশে অবস্থিত। প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম মহাসড়কটি। দীর্ঘদিন যাবৎ সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপোযোগী।
খুলনার সোনাডাঙা বাসস্ট্যান্ড থেকে নতুন রাস্তা পর্যন্ত মুজগুন্নী মহাসড়কটি সংস্কারের দাবিতে নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখা শনিবার সকাল সাড়ে ১০টায় মুজগুন্নী শিশু পার্কের সামনে মানববন্ধনের আয়োজন করেছে। মানববন্ধনে সকলকে শরিক হয়ে দাবি আদায়ের মাধ্যমে জনমানুষের দুর্ভোগ লাঘবে সহায়তা করতে অনুরোধ জানিয়েছেন সংগঠনের নের্তৃবৃন্দ।
খুলনা গেজেট/এএ