খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

খুলনার মাছ-মাংসের বাজারে অস্বস্তি

ইমরান হোসেন

শীতের কাঁচাবাজারে সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের দাম চড়া। বেড়েছে ব্রয়লার মুরগির দামও। শুক্রবার (১০ জানুয়ারি) খুলনা মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের মাছ-মাংস কিনতে হিমসিম খেতে হচ্ছে।

নগরীর নতুন বাজার, গল্লামারি বাজার, মিস্ত্রিপাড়া বাজার, জোড়াকল বাজার, ময়লাপোতা বাজার নিরালা, বাজার ও বয়রা বাজার ঘুরে দেখা যায়, বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। বাজারে কেজিপ্রতি গরুর মাংস ৭০০-৭৫০ টাকা এবং খাসির ৯৫০-১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। ১৬০-১৭০ টাকা কেজির ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা।

এছাড়া সোনালী মুরগি ২৮০-৩০০ টাকা, দেশী ৪৮০-৫০০ টাকা, লেয়ার ২৫০-২৬০ টাকা, কক ২৮০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে পাঙ্গাস মাছ ১৩০-১৪০ টাকা, ফাইসা ২৬০-৩০০ টাকা, তেলাপিয়া ১৮০-২০০ টাকা, গ্লাস কার্প ১৬০-১৮০ টাকা, রুই ২০০-২৪০ টাকা, কাতলা ২২০-৩০০ টাকা, টেংরা ৪০০-৫০০ টাকা, ইলিশ ছোট ৪৫০-৬৫০ টাকা, চাষের কৈ ১৮০-২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

নগরীর গল্লামারি বাজারে আসা গৃহবধূ পিয়ারা বেগম বলেন, ২০০ টাকা কেজির নিচে কোনো মাছ পাওয়া যায় না। আয়ের যদি অর্ধেকের বেশি মাছ কেনাতে যায় তাহলে অন্য বাজার সদায় কিভাবে করব ?

রিকশাচালক আলমগীর বলেন, মাছ-মাংস কেনার মতো না। আর ব্রয়লার মুরগি যে কিনবো তাও একটা ২ কেজির বেশি হয়। দাম ৪০০/৪৫০ টাকা লাগে, কি আর করবো বুঝছি না। ছেলে-মেয়েদের ঠিকমতো পুষ্টিকর খাবার খাওয়াতে পারি না। যা আয় করি তা বাজারেই চলে যায়। পরিবারের অন্যান্য খরচ কিভাবে মেটাবো।

নতুন বাজারে আসা ক্রেতা ইমাম হোসেন রহমান বলেন, গরু খাসির দাম বেশি। ব্রয়লায় খাব তার দামও বেড়েছে।

গরুর মাংস কিনতে আসা সোহেল বলেন, ৬৫০ টাকা নির্ধারন করে দিলেও ৭০০ টাকায় কিনতে হচ্ছে। ছেলে বাহানা ধরছে, তাই কিনতে হলো।

নগরীর জোরাকল বাজারের গরুর মাংস বিক্রেতা মো: তানজীল আলম বলেন, মাংসের দাম কম থাকলে আমাদের একটু বেশি কেনাবেচা হয়। আর বাড়তি হলে আমাদের বেচাকেনা কমে যায়। ১ কেজির জায়গাতে আধা কেজি কেনে তখন।

মাছ বিক্রেতা শহীদ বলেন, মাছ দক্ষিণ থেকে যতো বেশি খুলনায় আসবে, ততো কমবে। মাছের সরবরাহ কম, তাই দাম একটু বেশি।

মুরগি বিক্রতা শহীদুল হাওলাদার বলেন, মুরগির খাবারের দাম বেশি হওয়ার কারণে আর দাম কমার লক্ষণ দেখছি না। আমরা যেমন কিনি, তেমন বিক্রি করি।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!