বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন এর পক্ষ থেকে করোনা (কভিড-১৯) মহামারীকালে অসহায় ও অসচ্ছল খেলোয়াড়দের এককালীন অনুদান প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার খুলনা জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে জেলার ৮ জন বাস্কেটবল খেলোয়াড়কে ৩,০০০/- (তিন হাজার) টাকা করে প্রদান করা হয়।
অনুদানের অর্থ প্রদান কালে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, বাস্কেটবল ফেডারেশনের সদস্য তাওহিদুল ইসলাম, সংস্থার কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম ইনামুল কবীর মন্নু, জেলা বাস্কেটবল প্রশিক্ষক সাইফুল ইসলাম স্বপন।
এছাড়া ইতিপূর্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যান ফাউন্ডেশন হতে করোনা (কভিড-১৯) মহামারীকালে এককালীন অনুদান হিসেবে বাস্কেটবল খেলোয়াড় মোঃ আরিফ হোসেন বাপ্পি, কারাতে খেলোয়াড় জুলিয়া খান জয়, সাইক্লিং খেলোয়াড় মোঃ মনিরুল ইসলামকে ১০,০০০/- (দশ হাজার) টাকার চেক এবং ভলিবল ফেডারেশন থেকে ভলিবল প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান, খেলোয়াড় মোয়াজ্জেম হোসেন প্রত্যেককে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার চেক খুলনা জেলা ক্রীড়া সংস্থার মাধ্যেমে প্রদান করা হয়।