খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

খুলনার বাজারে ইলিশের সরবরাহ কিছুটা কমেছে

নিজস্ব প্রতিবেদক

খুলনায় কমেছে ইলিশের আমদানি ও বিক্রয়। করোনা মহামারিতে ক্রেতাদের ক্রয় ক্ষমতা হ্রাস ও জাটকা শিকারকে এ জন্য দায়ী করছেন বিক্রেতারা।

খুলনার আকাশে রোদের আলো পৌঁছানোর আগেই বরিশাল থেকে ইলিশ এসে পৌঁছায় নগরীর ৫ নং ঘাট ও রূপসার মাছের আড়তে। তবে এবছরই প্রথম আসছে না পাথরঘাটার ইলিশ। মাসের শুরুতে প্রচুর ইলিশ আমদানি আর দাম কম হলেও এ সপ্তাহে আমদানি কমেছে। ফলে দামও বৃদ্ধি পেয়েছে। কারণ হিসেবে আড়তদার মোঃ জাহাঙ্গীর বলেন, “নদীতে মাছ নেই, তা আসবে কি করে! ঝাটকা ধরেই সব শেষ করছে।”

দাম প্রসঙ্গে তিনি ও নিউমার্কেটের খুচরা ব্যবসায়ী কামরুল শেখ জানান, এবছর কেজি প্রতি প্রায় ৫০-১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। গত বছর ১ কেজির ইলিশ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩২ হাজার টাকা মণ, যা এখন প্রায় ৪০ হাজার। আধা কেজির ইলিশের মণ প্রতি বৃদ্ধি প্রায় ৬ হাজার টাকা। শনিবার কেজি মাপের ইলিশ বিক্রি হয়েছে ৯০০ টাকা করে ও আধা কেজির ৬০০ টাকা কেজি। এছাড়া পরিবহণ খরচ বৃদ্ধিকেও ইলিশের দাম বৃদ্ধির আরেকটি কারণ বলে মনে করছেন বিক্রেতাগণ।

খুচরা ব্যবসায়ী হাসান কাজী বলেন, করোনা মহামারিতে হোটেল ব্যবসায় মন্দা ও ঘরবন্দী মানুষ এবং ক্রেতার ক্রয় ক্ষমতা হ্রাসের ফলে কমেছে ইলিশের বিক্রি।

অপরদিকে ক্রেতা মাকসুদুল করিম বলেন, “এই সময়ে ইলিশের দাম এভাবে বাড়তে থাকলে জাতীয় মাছ খাওয়া নিষেধ বলতে হবে বাচ্চাদের। সাধ্যের বাইরে চলে যাচ্ছে।”

 

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!