খুলনায় কমেছে ইলিশের আমদানি ও বিক্রয়। করোনা মহামারিতে ক্রেতাদের ক্রয় ক্ষমতা হ্রাস ও জাটকা শিকারকে এ জন্য দায়ী করছেন বিক্রেতারা।
খুলনার আকাশে রোদের আলো পৌঁছানোর আগেই বরিশাল থেকে ইলিশ এসে পৌঁছায় নগরীর ৫ নং ঘাট ও রূপসার মাছের আড়তে। তবে এবছরই প্রথম আসছে না পাথরঘাটার ইলিশ। মাসের শুরুতে প্রচুর ইলিশ আমদানি আর দাম কম হলেও এ সপ্তাহে আমদানি কমেছে। ফলে দামও বৃদ্ধি পেয়েছে। কারণ হিসেবে আড়তদার মোঃ জাহাঙ্গীর বলেন, “নদীতে মাছ নেই, তা আসবে কি করে! ঝাটকা ধরেই সব শেষ করছে।”
দাম প্রসঙ্গে তিনি ও নিউমার্কেটের খুচরা ব্যবসায়ী কামরুল শেখ জানান, এবছর কেজি প্রতি প্রায় ৫০-১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। গত বছর ১ কেজির ইলিশ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩২ হাজার টাকা মণ, যা এখন প্রায় ৪০ হাজার। আধা কেজির ইলিশের মণ প্রতি বৃদ্ধি প্রায় ৬ হাজার টাকা। শনিবার কেজি মাপের ইলিশ বিক্রি হয়েছে ৯০০ টাকা করে ও আধা কেজির ৬০০ টাকা কেজি। এছাড়া পরিবহণ খরচ বৃদ্ধিকেও ইলিশের দাম বৃদ্ধির আরেকটি কারণ বলে মনে করছেন বিক্রেতাগণ।
খুচরা ব্যবসায়ী হাসান কাজী বলেন, করোনা মহামারিতে হোটেল ব্যবসায় মন্দা ও ঘরবন্দী মানুষ এবং ক্রেতার ক্রয় ক্ষমতা হ্রাসের ফলে কমেছে ইলিশের বিক্রি।
অপরদিকে ক্রেতা মাকসুদুল করিম বলেন, “এই সময়ে ইলিশের দাম এভাবে বাড়তে থাকলে জাতীয় মাছ খাওয়া নিষেধ বলতে হবে বাচ্চাদের। সাধ্যের বাইরে চলে যাচ্ছে।”
খুলনা গেজেট/এমআর