খুলনা, বাংলাদেশ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে
  চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, দগ্ধ ১২
  নিরবচ্ছিন্নভাবে চলছে সব তৈরি পোশাক কারখানা, কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা; শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার

খুলনার প্রয়াত কবি-সাহিত্যিকদের নিয়ে স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদক

খুলনার প্রয়াত কবি-সাহিত্যিকদের নিয়ে স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান `তোমারে দেবনা ভুলিতে’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে খুলনা মহানগরীর উমেশচন্দ্রে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মৃতিচারণমূলক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও নজরুল গবেষক অধ্যাপক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কবি হাফিজুর রহমান ও বাংলাদেশ বেতার খুলনার সহকারি উপ- পরিচালক মোঃ আল আমিন ।

মুখ্য আলোচন হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক অধ্যাপক বিভূতিভূষণ মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু সাহিত্যিক আশরাফুন্নেসা দুলু।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় ছিলেন কবি ও গল্পকার আইনুল্লাহ পারভেজ এবং কবি ও আবৃতিশিল্পী কামরুল কাজল।

অনুষ্ঠানের শুরুতে পরম শ্রদ্ধাভরে খুলনার প্রায়াত কবি-সাহিত্যিকদের স্মরণ করা হয়। সাথে তাদের আত্মার শান্তি কামনা করা হয়।

কবি সাহিত্যিকদের মিলন মেলায় এ অনুষ্ঠানে আলোচকদের মুখে কখনো ছিল উচ্ছ্বস, আবার কখনো ছিল সুখময় স্মৃতি কিংবা শোকগাথাঁ স্মৃতির ধারা বর্ণনা।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!