খুলনা মহানগরীর নুরনগর জনতা ব্যাংকের ষ্টোর রুমে আগুন লেগে মুল্যবান কাগজ পত্র পুড়ে গেছে। ব্যাংকের সামনেই দমকাল বাহিনী থাকায় তাদের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে এনে বড় ধরনের বিপর্যয় হতে রক্ষা করে। বিদ্যুৎ না থাকায় ষ্টোর রুমে চলা জেনারেটর থেকে আগুন সূত্রপাত বলে দমকল বিভাগে এবং ব্যাংক ম্যানেজার মঞ্জুয়ারা বেগম স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা ও ব্যাংক ম্যানেজার মঞ্জুয়ারা বেগম জানান, বিকাল তিনটার দিকে বিদ্যুৎ সরবরাহ না থাকায় জেনারেটর চালিয়ে তারা কাজ করছিলেন। জেনারেটরটি নীচ তলায় ষ্টোর রুমে চলছিল। জেনারেটরের গরম হাওয়াই ষ্টোর রুমে থাকা কাগজপত্র আগুন লেগে যায়। আগুনের ধোয়ার কারণে ব্যাংকে কর্মরতরা ৩য় তলায় উঠে যায়। জনতা ব্যাংকের অপরপাশে খুলনা বিভাগীয় দমকল অফিস আগুনের ধোয়া দেখে দুটি ইউনিট দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে এবং প্রায় আধা ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী জানান, ষ্টোর রুমে কাগজ পত্র ছাড়াও দুটি মটরসাইকেল ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কোন হতাহত হয়নি।ব্যাংকটি ডিজিএম, এজিএমসহ উর্ধতন কর্মকর্তারা পরে জনতা ব্যাংক নুর নগর শাখা পরিদর্শেন করেন।