খুলনার আদালতে পুলিশের দায়েরকৃত তিনটি গায়েবী মামলায় খুলনার আদালত থেকে জামিন পেয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল। ২৮ আক্টোবর পরবর্তী সময়ে খুলনা সদর, সোনাডাঙ্গা ও আড়ংঘাটা থানায় এ তিন মামলা দায়ের করে পুলিশ।
রবিবার (১৯ মে) মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার এর আদালতে হাজির হয়ে বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল জামিনের আবেদন করলে বিচারক শুনানী শেষে তার জামিন মঞ্জুর করেন। আসামীপক্ষের আইনজীবী ছিলেন এড. মোমরেজুল ইসলাম, এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, এড. মোহাম্মাদ আলী বাবু। এসব মামলায় তিনি উচ্চাদালত থেকে আগাম জামিনে ছিলেন। আদালতে শুনানীকালে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী দলের শীর্ষ নেতৃবৃন্দ আদালত চত্ত্বরে উপস্থিত ছিলেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল জামিন প্রাপ্তিতে শুকরিয়া আদায় করেছেন খুলনা বিএনপি।
বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বিবোধী দল-মত দমন-নিপীড়নে আওয়ামী লীগ পুলিশকে ব্যবহারের করেছে। আইনের শাসন লঙ্ঘন করে একদলীয় শাসন কায়েম ও ক্ষমতা অবৈধভাবে দখলে রাখতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দায়ের করেছে। অবিলম্বে পুলিশের দায়েরকৃত সকল গায়েবী মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিবৃতিদাতারা।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।
খুলনা গেজেট/কেডি