করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার তিনটি হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন নগরীর সোনাডাঙ্গা এলাকার জাহানারা (৬২) এবং দাকোপ উপজেলার রহিমা বেগম (৪৩)।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর মুন্সিপাড়ার মাজেদা হক (৮০) নামের এক রোগির মৃত্যু হয়েছে।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের মোল্লাহাটের শাহিদা বেগম (৭৭) নামে এক রোগির মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগির মৃত্যু হয়নি। এমনটাই জানিয়েছে হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।
খুলনা গেজেট/কেএম/এনএম