খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল
এবার কমেছে রাজস্ব

খুলনার জোড়াগেট হাটে পৌনে ৪৪ কোটি টাকার পশু বিক্রি

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহা উপলক্ষ্যে খুলনার এক হাটেই প্রায় পৌনে ৪৪ কোটি টাকা মূল্যের গরু-ছাগল ও ভেড়া বিক্রি হয়েছে। গত ২২ জুন নগরীর জোড়াগেটে শুরু হওয়া এই হাট চলে ঈদের দিন ফজরের নামাজের আগ পর্যন্ত।

শুক্রবার (৩০ জুন ) বিকেলে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

কেসিসির সূত্রে জানা যায়, ২০১৮ সাল থেকে জোড়াগেটে খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট বসছে। খুলনা জেলা ও মহানগরী ছাড়াও নড়াইল, যশোর, বাগেরহাট, সাতক্ষীরাসহ আশপাশের জেলা এবং উপজেলা থেকে এই হাটে পশু আনা হয়। সপ্তাহব্যাপী হাট বসলেও মূলত ঈদের আগের ২-৩ দিন হাটে বেচাকেনা বেশি হয়।

এবার নগরীর জোড়াগেট এলাকায় কোরবানির পশুর হাট শুরু হয় গত ২২ জুন। বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন ভোর পর্যন্ত হাটে ৬ হাজার ২০টি কোরবানির পশু (গরু, ছাগল, ভেড়া) বিক্রি হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৪৯টি গরু, ১ হাজার ৯১১টি ছাগল ও ২০টি ভেড়া বিক্রি। যার মূল্য ৪৩ কোটি ৭২ লাখ ৫১ হাজার ৫০ টাকা। এ থেকে সিটি কর্পোরেশনের রাজস্ব আয় হয়েছে ২ কোটি ১৮ লাখ ৬২ হাজার ৬০২ টাকা।

এদিকে গতবারের তুলনায় এবার কোরবানির পশু কম বিক্রি হয়েছে। গত বছর এই হাটে কোরবানির পশু বিক্রি হয়েছিল প্রায় ৪৫ কোটি টাকার। গত বছর সপ্তাহব্যাপী এই হাটে ৬ হাজার ৭৬০টি কোরবানির পশু বিক্রি হয়েছিল। আর রাজস্ব আদায় হয়েছিল ২ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা।

এর আগে ২০২১ সালে এই হাটে রাজস্ব আদায় হয়েছিল দুই কোটি ৪৩ হাজার টাকা, আর ২০২০ সালে এক কোটি ১৭ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছিল।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!