খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

খুলনার গণসমাবেশ সফলে ব্যাপক আয়োজন : ঢাকায় প্রস্তুতি সভা আজ

নিজস্ব প্রতিবেদক

আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কেন্দ্রীয় নেতারা সরাসরি মনিটর্রিং করছেন এই কার্যক্রম। সার্বিক করণীয় নিয়ে শনিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জরুরী সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় যোগ দিতে শুক্রবার রাতেই ঢাকায় পৌঁছেছেন খুলনা মহানগরসহ ১০ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিভাগীয় গণসমাবেশগুলোতে বিপুল উপস্থিতি ঘটিয়ে সরকারকে একটি বার্তা দিতে চাইছে বিএনপি। পাশাপাশি নেতাকর্মীদের মনোবল বাড়াতেও বিভাগগুলোতে বড় শোডাউনের চিন্তা ভাবনা চলছে দীর্ঘদিন ধরে। তারই প্রেক্ষিতে ঢাকার বাইরে বিভাগগুলোতে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য এবং অঙ্গ সংগঠনগুলোর প্রধানরা প্রতিটি সমাবেশে উপস্থিত থাকবেন।

ঢাকার বাইরে সমাবেশগুলো সফল করতে কেন্দ্র থেকে সরাসরি মনিটর্রিং করা হচ্ছে। খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে দলের ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান দুদুকে। প্রধান উপদেষ্টা হিসেবে কর্মসূচি সমন্বয় করবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য মনিরুল হাসান বাপ্পী শুক্রবার রাতেই ঢাকায় পৌঁছেছেন।

সূত্রটি জানায়, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত শনিবারের সভায় সভাপতিত্ব করবেন শাসুজ্জামান দুদু। প্রধান অতিথি থাকবেন গয়েশ^র চন্দ্র রায়। বিভাগীয় শহর হিসেবে খুলনায় সমাবেশের আয়োজন করলেও ১০ জেলা থেকে যাতে সমানসংখ্যক নেতাকর্মী উপস্থিত করা যায় সেজন্য অন্যান্য জেলার আহ্বায়কদেরও ঢাকায় ডেকে পাঠানো হয়েছে।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, প্রাথমিকভাবে কেন্দ্র থেকে লক্ষাধিক মানুষ জমায়েতের নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশনার আলোকে বিএনপি ও প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের থানা, ওয়ার্ড, ইউনিয়ন এবং প্রতিটি ইউনিট পর্যায়ে সভা সমাবেশ, প্রচার প্রচারণা চালাতে বলা হয়েছে।

মহানগর আহ্বায়ক শফিকুল আলম মনা খুলনা গেজেটকে বলেন, নগরীর সোনালী ব্যাংক চত্বরকে সমাবেশের ভেন্যু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমাবেশ সফল করতে আইনশৃংখলা বাহিনীর ভূমিকা, নেতাদের করণীয় নিয়ে আজ দিকনির্দেশনা দেওয়া হবে। সেভাবে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!