খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার খানজাহান আলী সেতু (রূপসা ব্রীজ) এলাকায় ওহাব জুটমিলের বাস ও প্রাইভেটকার মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এঘটনা ঘটেছে। প্রাইভেটকারের যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওহাব জুটমিলের স্টাফ বাস (পিরোজপুর মেট্রো জ ০৫-০০২৮) রূপসা ব্রীজের নেমে ইউটার্ণ নেয়ার সময়ে প্রাইভেটকার (ঢাকা মেট্রো ক ১১-৩৮২৫) মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি উল্টে গেলেও কেউ হতাহত হয়নি। তবে প্রাইভেটকারের সম্মুখভাগ বিধ্বস্ত হয়ে আরোহীরা আঘাতপ্রাপ্ত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, নগরীর আহসান আহমেদ রোডে করোনেশন স্কুলের পাশের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে প্রিতম (২২), রীনা (৩০), রুবি (১২), বাগেরহাট মংলার মিয়াপাড়ার ইউসুফ খোকনের ছেলে মিরাজ (২২) সামান্য আহত অবস্থায় এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন তারা।
খুলনা গেজেট/এআইএন