খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

খুলনার ক্রিকেট লিগের ভবিষ্যৎ নিয়ে ভাবনাই নেই সংগঠকদের

আল মামুন

করোনা মহামারির কারণে বন্ধ হয়ে আছে সব ধরনের খেলাধুলা। করোনা শুরুর আগে খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছিলো তৃতীয় বিভাগ ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। শুরুর অপেক্ষায় ছিলো প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এরই মধ্যে পার হয়ে গেছে প্রায় চার মাস।

খুলনার ক্রিকেটাদের কেটেছ ঘরবন্দী সময়। তবে শুরু হওয়া দু’টি লিগের ভবিষ্যৎ কি হবে ? কিংবা চলতি মৌসুমে খুলনা সিনিয়র ডিভিশন আদৌ মাঠে গড়াবে না কি তিনটি লিগই বাতিল হবে, এমন প্রশ্ন থাকলেও তা নিয়ে কোন সিদ্ধান্ত নেই জেলা ক্রীড়া সংস্থার। জেলা ক্রীড়া সংস্থা ও লিগের সাথে সংশ্লিষ্ট কেউই শুরু হওয়া লিগ এবং লিগের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ভাবছেন না। তবে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত মাঠে খেলা ফেরানোর দাবি জানিয়েছেন ক্রিকেটাররা।

কোয়ালিফাইং ক্রিকেট দিয়ে চলতি মৌসুমের খেলা শুরু হয় খুলনার। জানুয়ারিতে শুরু হওয়া ওই লিগ নির্ধারিত সময়েই শেষ হয়। এরপরেই শুরু হয় তৃতীয় বিভাগ ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। এর মধ্যে তৃতীয় বিভাগ ক্রিকেটের ৫০ শতাংশেরও বেশী খেলা সম্পন্ন হয়েছে। দ্বিতীয় বিভাগ ক্রিকেটেরও দুই রাউন্ডের খেলা শেষ হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি মৌসুমে লিগের বাকি অংশ খেলা হবে না কি লিগ বাতিল করা হবে এমন প্রশ্নের উত্তর মেলেনি সংশ্লিষ্ট কারও কাছ থেকে।

খুলনা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ কমিটির সম্পাদক মোঃ মোমতাজ আহম্মেদ তুহিন জানান, লিগ বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম। যেহেতু অর্ধেকের মতো ম্যাচ হয়ে গেছে। তবে আমরা এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিনি। সংস্থার সাধারণ সম্পাদক এবং ক্লাবগুলোর সাথে আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত নিবো।

একই কথা জানিয়েছেন খুলনা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ কমিটির সম্পাদক ইনামুল কবীর মুন্নু। বলেন, এ ধরনের পরিস্থিতিতে আমরা আগে কখনো পড়িনি। তাই সিদ্ধান্ত নিতে পারছি না। সংস্থার সাধারণ সম্পাদক ও ক্লাবগুলোর সাথে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত জানাবো।

খুলনা সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগের সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ বলেন, সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগ যেহেতু মাঠেই গড়ায়নি তাই এই লিগটা পরের মৌসুমে নতুন করে হওয়া উচিৎ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ বাতিল করে নতুন মৌসুমে শুরু হওয়ার পক্ষেই মত দেন তিনি। তবে যে কোন সিদ্ধান্ত দ্রুতই হওয়া উচিৎ বলেও মনে করেন তিনি। বলেন, এই মুহুর্তে মাঠে খেলা ফেরানোটা সম্ভব নয়, তবে লিগের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ক্লাবগুলোও নিশ্চিন্ত হতে পারে।

 

খুলনা গেজেট / আল মামুন / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!