যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সোমবার উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে খুলনা জেলা। তাদের কাছে ১১৪ রানের ব্যবধানে পরাজিত হয়েছে বাগেরহাট জেলা।
সকালে টস হেরে ব্যাটিংয়ে নামে খুলনা। নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে তারা ৪৯.৩ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৯২ রানের দলীয় ইনিংস গড়ে। পরে জবাব দিতে নেমে ২৯.১ ওভারে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় বাগেরহাটের দলগত ইনিংস। এর ফলে ১১৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা।
খুলনার ব্যাটিং ইনিংসে সিয়াম হোসেন দিপু ৪২, পারভেজ রহমার জীবন ৩৭, আল-আমিন খান ৩২ ও নিয়ামুল হাসান ২৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৭ রান। বল হাতে বাগেরহাটের মাহমুদুল্লাহ হাসান সুমন, আকাশ দাস ও মাহমুদুর রহমান দু’টি করে, হাফিজ, মেহেদী হাসান ও জায়েদ আশরাফ নেন একটি করে উইকেট।
বাগেরহাটের ব্যাটিং ইনিংসে আলী হায়দার ১৩, সিয়াম ১২ ও আসলাম হাওলাদার ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। খুলনা পক্ষে বল হাতে পারভেজ রহমান জীবন পাঁচটি এবং শাওন গাজী, দাউদ আহমেদ সাজিদ, তানজিরুল ইসলাম ও নিয়ামুল হাসান নেন একটি করে উইকেট।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিপন অটোর পরিচালক আইয়াজ উদ্দিন রিপন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, সদস্য খায়েরুজ্জামান বাবু, এহসানুল হাক সুমন, শিমুল বিশ্বাস শিমু, ইউসুফ হাসান, সায়েদা বানু শিল্পী প্রমুখ।
অন্যদিকে, কুষ্টিয়া ভেন্যুতে জয় দিয়ে শুভ সূচনা করেছে যশোর জেলা। কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে মাগুরা জেলাকে ৮৪ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৫৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় যশোর। জবাবে নেমে ৪৫.৪ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় মাগুরার ইনিংস। ফলে ৮৪ রানের জয় পায় যশোর।
খুলনা গেজেট/এমএইচবি